করোনাভাইরাস মহামারির এই সময়ে দেশে জরুরি সেবা দিয়ে মানুষের জীবন বাঁচানোর ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ফ্রন্টলাইনারদের সুরক্ষা সামগ্রী দিয়েছে কাজী এন্টারপ্রাইজেস।
সোমবার প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ২০ বছরের পথচলায় বাংলাদেশের ঘরে ঘরে সুরক্ষা ও পরিচ্ছন্নতায় এক অনন্য নাম কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। গ্রাহকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানসম্পন্ন পণ্যের মাধ্যমে দেশের মানুষের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মানুষের পাশে থাকার প্রচেষ্টা রয়েছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের।
তারই ধারাবাহিকতায় গত ২৮ মে এবং ৬ জুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনে পৌঁছে দেয়া হয় করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, ডিএমপির পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) টুটুল চক্রবর্তী এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপক (ইমেজ অ্যান্ড কমিউনিকেশন্স) সালমান খান ইয়াসিন সুরক্ষা ও পরিচ্ছন্নতা সামগ্রী গ্রহণ করেন।
এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তারা কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এভাবেই বেসরকারি খাত দেশের কল্যাণে এগিয়ে আসবে। এ সময় তারা সবাইকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে কাজী এন্টারপ্রাইজেস জানিয়েছে, বিশ্বব্যাপী এই মহামারীর সময়ে পরিচ্ছন্নতা রক্ষা করা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তাই, বুয়েট টেস্টের মাধ্যমে তাদের পণ্যসামগ্রীর সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে, যা বাংলাদেশের এফএমসিজি খাতে এই প্রথম।