করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত রাজশাহীতে এক দিনে ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট ও নগরীর বিভিন্ন পয়েন্টে অ্যান্টিজেন টেস্টে এসব করোনা রোগী শনাক্ত হন।রাজশাহীর দুই ল্যাবে ৫৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে এই ফল প্রকাশ করা হয়।রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪৯ জনের করোনা পজিটিভ এসেছে।
এর মধ্যে রাজশাহীর ১৯১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের। চাঁপাইনবাবগঞ্জের ৭২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ১৪ জন। নওগাঁর ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের পজিটিভ এসেছে। নাটোরের ১ জনের নমুনা করে তারই করোনা ধরা পড়ে।রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার হাসপাতাল ল্যাবে ১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনে ২৮ জনের করোনা পরীক্ষা করে ১২ জনের পজিটিভ এসেছে।সিটি করপোরেশন জানিয়েছে, রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে শুক্রবার এক হাজার ৮৮৭ জনের অ্যান্টিজেন টেস্টের মধ্যে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এদিকে, করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে শুক্রবার বিকেল ৫টা থেকে রাজশাহী শহরে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন আগামী ১৭ জুন পর্যন্ত এই লকডাউন ঘোষণা করে। লকডাউনের কারণে বিকেল থেকে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। গণপরিবহন চলছে না। রাস্তায় সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়ে গেছে।