বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কঠোর লকডাউন বাড়ল, সাতক্ষীরা শহরজুড়ে ব্যারিকেড

  •    
  • ১০ জুন, ২০২১ ২১:৩২

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে কঠোরভাবে পালনের নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, লকডাউন সফল করতে পুলিশ তৎপর রয়েছে। তবুও কিছু সমস্যা থাকলে সেগুলোর সমাধান করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় সাতক্ষীরায় কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। লকডাউন বাস্তবায়নে শহরজুড়ে ব্যারিকেড দিয়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল লকডাউন বাড়ানোর ঘোষণা দেন।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে চার জন মারা গেছেন।

কঠোর লকডাউনের ঘোষণা বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরজুড়ে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। মোড়ে মোড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে সন্ধ্যার পর ঢিলেঢালা অবস্থা বিরাজ করে।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, লকডাউন সফল করতে পুলিশ তৎপর রয়েছে। তবুও কিছু সমস্যা থাকলে সেগুলোর সমাধান করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক জানান, করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউন আরও কঠোরভাবে পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল জানায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চার জন মারা গেছেন। বুধবার পিসিআর ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ। এর আগের দিন নমুনা পরীক্ষা করা হয় ১৮২ জনের। এর মধ্যে ১০৮ জনের করোনা শনাক্ত হয়। সোমবার নমুনা পরীক্ষা করা হয় ১৮৭ জনের। এর মধ্যে পজিটিভ পাওয়া যায় ১০৩ জনের।

তবে বুধবার নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দুই দিনের অর্ধেক।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, নমুনা কম সংগ্রহ হওয়ায় পরীক্ষাও কম করা হয়েছে।সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল এবং হোম আইসোলেশনে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫৭৪ জন।সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের কনসালট্যান্ট ডা. মানস কুমার মন্ডল জানান, হাসপাতালে বেড সংকট না থাকলেও চিকিৎসক সংকট প্রকট।

অবিলম্বে ১০ জন চিকিৎসক, ৩০ জন নার্স ও ৩০ জন ওয়ার্ড বয় নিয়োগের দাবি জানিয়েছেন ডা. মানস।সদর হাসপাতালে অক্সিজেন সরবরাহ নেই। আইসিইউ ভেন্টিলেটরও নেই। এসব দ্রুত সরবরাহের দাবি জানান ডা. জয়ন্ত।

সাতক্ষীরায় উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪ জুন মধ্যরাত থেকে ১১ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্যপণ্যের দোকান ও কাচাবাজার ছাড়া সবধরণের মার্কেট ও শপিংমল বন্ধ ঘোষণা করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কঠোর লকডাউন আরও বাড়িয়েছে জেলা প্রশাসন।

এ বিভাগের আরো খবর