রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিল ও বাকিদের উপসর্গ ছিল।
হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, ওই ১৫ জনের মধ্যে ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় ও বাকি ৯ জনের রাজশাহীতে।
২৪ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৮ দিনে রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিট ও আইসিউতে করোনাভাইরাসে ১৪২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছে ৪২ জন। তাদের মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ১ জন।
এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫ জন।