বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেসরকারি হাসপাতালে টিকার সর্বোচ্চ দাম বেঁধে দিল ভারত

  •    
  • ৯ জুন, ২০২১ ১০:০৪

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে প্রতি ডোজ ৭৮০ রুপি, রাশিয়ার তৈরি স্পুৎনিক ভি প্রতি ডোজ ১ হাজার ১৪৫ রুপি এবং কোভ্যাক্সিনের টিকার প্রতি ডোজ বিক্রি করতে পারবে ১ হাজার ৪১০ রুপিতে।

বেসরকারি হাসপাতালগুলোতে টিকার দাম বেঁধে দিয়েছে ভারত সরকার। সবচেয়ে কম মুনাফা করে প্রতি ডোজ টিকার সর্বোচ্চ দাম হাসপাতালগুলোতে নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এনডিটিভির খবরে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে প্রতি ডোজ ৭৮০ রুপি, রাশিয়ার তৈরি স্পুৎনিক ভি প্রতি ডোজ ১ হাজার ১৪৫ রুপি এবং কোভ্যাক্সিনের টিকার প্রতি ডোজ বিক্রি করতে পারবে ১ হাজার ৪১০ রুপিতে।

এই দামের মধ্যেই দেড় শ রুপির সার্ভিস চার্জ এবং ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে বলেও জানায় দেশটির সরকার।

দাম বেঁধে দেয়ার পর সরকার সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক দামে টিকা বিক্রি করা হচ্ছে কি না, তা নজরদারি করতে বলে। কোনো হাসপাতাল যদি এর বেশি দামে টিকা বিক্রি করে তাহলে সেসব হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলে দেয় দেশটির সরকার।

গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে টিকাকরণের নীতি ঘোষণা করে। যা ২১ জুন যোগ দিবস থেকে কার্যকর হবে।

সরকার বলছে, তারা উৎপাদিত টিকার ৭৫ শতাংশ সংগ্রহ করবে। অন্য ২৫ শতাংশ রাজ্যগুলো সরাসরি সংগ্রহ করবে। বেসরকারি হাসপাতালগুলো সেখান থেকে ২৫ শতাংশ টিকা কিনতে পারবে।

তবে সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্র থেকেই বিনা মূল্যে টিকা সরবরাহ করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে সোমবার নরেন্দ্র মোদি জানান, নতুন টিকা নীতিতে রাজ্যগুলোকে জনসংখ্যার নিরিখে ভাগ করা হবে। এ ছাড়া কোন রাজ্যে করোনা সংক্রমণের প্রাবল্য কত, টিকাকরণ কত দূর এগিয়েছে, এসব দেখা হবে। কোনোভাবেই যাতে টিকা নষ্ট না হয়, সেদিকেও নজর দেবে কেন্দ্র।

নির্দেশিকায় বিনা মূল্যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে টিকা দেবে কেন্দ্র। আর সেই টিকা রাজ্য সরকার সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের বিনা মূল্যে দেবে। সরকারি টিকাকরণ কেন্দ্রগুলো থেকে টিকা দেয়া হবে।

বেসরকারি হাসপাতালগুলো টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে মোট উৎপাদনের ২৫ শতাংশ সরাসরি কিনতে পারবে। এ জন্য ন্যাশনাল হেলথ অথরিটির প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পেমেন্ট করতে হবে। প্রত্যন্ত এলাকার বেসরকারি হাসপাতালগুলোতে যাতে টিকা পৌঁছে যায়, সেই বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানানো হয়।

ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৩ লাখ ৫২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণের সংখ্যা এখনও বেড়ে চলেছে। তাই সংক্রমণ রোধে বিনা মূল্যে টিকা দেয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

এ বিভাগের আরো খবর