রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
সাতজনই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস।
তিনি জানান, মৃতদের মধ্যে তিনজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আর রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা জেলার একজন করে রয়েছেন।
গত ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত ১৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ১১৪ জন।
এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ল্যাব সূত্রে জানা যায়, রোববার দুই ল্যাবে তিন জেলার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪১ জনের করোনা শনাক্ত হয়।
রাজশাহীর ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জনের পজিটিভ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে নয়জন ও নওগাঁর ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পজিটিভ আসে।