যশোরে করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে গেছে। রোববার ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩৩৬ জনে।
সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার রেহেনেওয়াজ রনি বলেন, ‘যশোরে পিসিআর ল্যাব থেকে দেয়া ফলে ৩৬৬টি নমুনায় ১০৫ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৯৪টি নমুনায় ৭২ জন এবং যশোর জেনারেল হাসপাতালে ৬৯টি নমুনায় ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে দেয়া রিপোর্টে ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।’
দুই ওয়ার্ডে সীমিত লকডাউন
করোনা সংক্রমণ রোধে যশোর পৌরসভার দুই ওয়ার্ডে সীমিত লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ছাড়া যশোর পৌরসভার দুটি ওয়ার্ডে চলাচল সীমাবদ্ধ করা হচ্ছে।
শনিবার দুপুর ১২টা থেকে ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সীমান্তবর্তী জেলা হিসেবে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর।