বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চীনের উপহারের টিকার দ্বিতীয় চালান ১৩ জুনের মধ্যে

  •    
  • ৫ জুন, ২০২১ ১২:৫১

বাংলাদেশে চীন দূতাবাসের উপকমিশনার ইংরেজিতে দেয়া পোস্টে লেখেন, ‘চীন সরকারের উপহারের ছয় লাখ টিকা বাংলাদেশকে ১৩ জুনের মধ্যে পৌঁছে দিতে প্রস্তুতি চলছে।’

চীনা সরকারের উপহারের করোনাভাইরাস প্রতিরোধী টিকার আরও ৬ লাখ ডোজ বাংলাদেশে পাঠাতে প্রস্তুতি নিচ্ছে সে দেশের সরকার।

১৩ জুনের মধ্যে চীন থেকে দ্বিতীয় দফার উপহারের টিকা ঢাকায় পৌঁছানোর কথা।

ঢাকায় চীন দূতাবাসের উপকমিশনার হাওলাং ইয়ান শনিবার সকালে ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানান।

ইংরেজিতে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘চীন সরকারের উপহারের ছয় লাখ টিকা বাংলাদেশকে ১৩ জুনের মধ্যে পৌঁছে দিতে প্রস্তুতি চলছে।’

একই সময়ে দেয়া আরেকটি পোস্টে ‘বাংলাদেশের ওপর চীন ক্ষুব্ধ’ বলে ডেইলি স্টারের একটি প্রতিবেদন শেয়ার দিয়ে তিনি এই কূটনীতিক লেখেন, ‘ভাবছি গণমাধ্যমের এই তথ্য সঠিক হয় তাহলে বলতে হবে বাংলাদেশের দিক থেকে সব সময় কেন ভুল তথ্য দেয়া হচ্ছে।’

তিনি লেখেন, ‘সত্য বলতে প্রথমত, সিনোফার্ম ও বাংলাদেশের পক্ষে মধ্যে আজ অবধি কোনো চুক্তি হয়নি। দ্বিতীয়ত, যা হয়েছে তা ছিল বাংলাদেশ সরকার ও চীনা সরকারের মধ্যে বাণিজ্যিকভাবে সিনোফার্মের টিকা উৎপাদনের আলোচনা।’

তিনি বলেন, ‘শুধু এটুকু বলতে পারি, আমরা আন্তরিকভাবে আশাবাদী যে আমাদের বাংলাদেশি ভাই-বোনেরা সঠিক সময়ে সর্বাধিক প্রয়োজনীয় টিকা পাবেন।’

২১ মে বাংলাদেশকে করোনা প্রতিরোধী ছয় লাখ টিকা উপহার দেয়ার ঘোষণা দেয় চীন। তার আগে আরেক ঘোষণায় পাঁচ লাখ টিকা দেয়ার কথা জানায় চীন।

১২ মে দেশে আগের পাঁচ লাখ উপহারের টিকা এসে পৌঁছায়। এই ছয় লাখ টিকা এলে বাংলাদেশে চীন সরকারের ঘোষণা দেয়া ১১ লাখ উপহারের টিকা এসে পৌঁছাবে।

বাংলাদেশের এ মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে চীন গভীর নজর রাখছে জানিয়ে দেশটির দূতাবাসের কর্মকর্তা বলেন, ‘মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সময়ে চীন বাংলাদেশি বন্ধুদের টিকার জরুরি প্রয়োজন সম্পর্কে উদ্বিগ্ন।’

সিরাম থেকে কেনা টিকা না পেয়ে চীন, রাশিয়া থেকে টিকা কিনতে যোগাযোগ করে বাংলাদেশ। ২৭ মে চীনের কাছ থেকে দেড় কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেয় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার বলেন, ‘চীন থেকে প্রতি চালানে ৫০ লাখ করে তিন ধাপে দেড় কোটি ডোজ করোনার টিকা কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এক ডোজ টিকা ১০ ডলার ধরে হিসাব করলে দেড় কোটি ডোজ আনতে সরকারের খরচ হবে ১ হাজার ২৬৭ কোটি টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ টিকা কেনা হবে।’

চুক্তি হওয়ার আগেই দাম গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়ায় তৈরি হয় জটিলতা।

পরে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে চীনকে চিঠি দেয়া হয়।

এ বিভাগের আরো খবর