বর্তমান বিশ্ব বাস্তবতায় স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য আরও উন্নত গবেষণা কার্যক্রম পরিচালনা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি) এর উদ্যোগে অনুষ্ঠিত ‘ট্রেনিং অফ ট্রেইনার্স অন রিসার্চ অ্যান্ড এথিকস’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরবি’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় স্বাস্থ্য ক্ষেত্রে উন্নত গবেষণা কার্যক্রম পরিচালনা অত্যন্ত জরুরি। একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে যুগোপযোগী ও মানসম্পন্ন গবেষণার বিকল্প নাই। তাই আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার বিষয়ে গবেষকদের পর্যাপ্ত ধারণা থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্যান্সার রোগের চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন উইং চালু রয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় অন্যান্য উইং চালু করা হবে। সোসাইটির পক্ষ থেকে ক্লিনিক্যাল অনকোলোজি বিভাগের নাম ‘ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলোজি’ রাখার প্রস্তাব করা হলে উপাচার্য বিষয়টি বাস্তবতার নিরিখে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলম, সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. কাজী মোস্তাক হোসেন, সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের শিক্ষক ও বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলোজি এর সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলোজির অধীনে মেডিক্যাল অনকোলোজি এবং রেডিয়েশন অনকোলোজি সেবা চালু রয়েছে। ভবিষ্যতে যাতে ক্যান্সার বিষয়ক সব ধরনের উইং চালু করা হয় এবং বর্তমানে চালুকৃত উইংগুলো যাতে একই ছাতার অধীনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে সেই উদ্যোগ নেয়া জরুরি।
কর্মশালায় উপ-উপাচার্য মুহাম্মদ রফিকুল আলম প্রশাসন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বেসিক সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, আইআরবি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. মো. রসুল আমিন ছাড়াও আইআরবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।