বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা পেতে রাশিয়ার সঙ্গে চুক্তি ‘ফাইনাল স্টেজে’

  •    
  • ৩১ মে, ২০২১ ১৫:২৮

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়ান টিকা নিয়ে যে আলোচনা হয়েছে সেটারও খুব অগ্রগতি হয়েছে। আলাপ এগ্রিমেন্ট পর্যায়ে চলে গেছে। আমরা আশা করি, রাশিয়া থেকেও খুব তাড়াতাড়ি টিকা পাব। রাশিয়ার সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট তৈরি হয়ে গেছে। এখন এটি ফাইনাল স্টেজে আছে। এগ্রিমেন্ট সই হয়ে গেলে টিকা কেনার বাস্তবায়িত হবে।’

করোনাভাইরাস প্রতিরোধী রাশিয়ার উদ্ভাবিত স্পুতনিক ভি টিকা পাওয়ার ব্যাপারে দেশটির সঙ্গে চুক্তি ফাইনাল ফাইনাল স্টেজে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, দ্রুতই রাশিয়া থেকে টিকা পাওয়া যাবে।

সচিবালয়ে সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়ান টিকা নিয়ে যে আলোচনা হয়েছে সেটারও খুব অগ্রগতি হয়েছে। আলাপ এগ্রিমেন্ট পর্যায়ে চলে গেছে। আমরা আশা করি, রাশিয়া থেকেও খুব তাড়াতাড়ি টিকা পাব।

‘রাশিয়ার সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট তৈরি হয়ে গেছে। এখন এটি ফাইনাল স্টেজে আছে। এগ্রিমেন্ট সই হয়ে গেলে টিকা কেনার বাস্তবায়িত হবে।’

রাশিয়া থেকে জিটুজি পদ্ধতিতে টিকা আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উৎপাদনের প্রস্তাবও আমরা দিয়েছি। তারাও দিয়েছে। একটি সময় লাগবে। টিকা উৎপাদনের বিষয়ে অবকাঠামোগত সুবিধাও নিশ্চিত করতে হবে। রাশিয়া সবকিছু দেখেশুনে সংযোজন ও বিয়োজন করে সিদ্ধান্ত নেবে।’

চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনছে সরকার। এই টিকা কখন আসবে সে ব্যাপারেও সম্ভাব্য তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জানিয়েছেন, ওই টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

‘এটা এগ্রিমেন্টে পথে। এগ্রিমেন্ট হওয়ার পরে জুন মাসে ৫০ লাখ, জুলাই মাসে ৫০ লাখ, আগস্ট মাসে ৫০ লাখ ডোজ পেতে পারি। শুরুতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে দেয়ার ব্যবস্থা আমরা করব। তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেয়ার চেষ্টা করব। আমরা চাই, ভ্যাকসিন নিয়ে তারা স্বাভাবিক লেখাপড়া শুরু করুক।’

এ বিভাগের আরো খবর