বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনোফার্মের টিকা শিক্ষার্থীদের আগে দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

  •    
  • ৩০ মে, ২০২১ ১৯:৩৫

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন, চীনের টিকা সামনের দিকে আমরা যেটা কিনব সেটা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার জন্য।’

চীনের সিনোফার্ম উদ্ভাবিত বিবিআইবিপি-করভির কেনা টিকা আসার পর তা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন, চীনের টিকা সামনের দিকে আমরা যেটা কিনব সেটা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার জন্য।’

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলে দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে টিকা দেয়া হবে।’

তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ জানাতে পারেননি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

এরই মধ্যে উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দিয়েছে চীন। আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।

হাতে আসা সিনোফার্মের টিকা থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে ঢাকার চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের। পুলিশ সদস্যদেরও এখান থেকে টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার ঘোষণা দিয়েছে সরকার। এ টিকার প্রতি ডোজ কিনতে খরচ হবে ১০ ডলার করে, যা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকার মূল্যের চেয়ে দ্বিগুণ বেশি। সিরামের কাছ থেকে প্রতি ডোজ ৪ ডলারে কিনছে বাংলাদেশ। সরাসরি ক্রয় পদ্ধতিতে চীন থেকে টিকা কিনবে সরকার।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোফার্মের অধীন বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস উদ্ভাবিত বিবিআইবিপি-করভি নামের দুই ডোজের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস জানিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর। চীন, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে এই টিকা প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ব্যবহারের ফলাফলের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই টিকা ৮৬ শতাংশ কার্যকর।

এ বিভাগের আরো খবর