বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুক্তি হলে জুন থেকে চীনের টিকা কার্যক্রম

  •    
  • ২৫ মে, ২০২১ ১৪:৪৬

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা পেতে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করছি। আমাদের আনন্দের সংবাদ হচ্ছে, চীন থেকে আমরা পাঁচ লাখ ডোজ পেয়েছি। এটা মেডিক্যাল শিক্ষার্থীদের দেয়া হবে। চিকিৎসাব্যবস্থার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে এই টিকা দেয়া হবে; এটা আজ থেকে শুরু হলো।’

চীনের সঙ্গে টিকা কেনার চুক্তি হলে জুন থেকে দেশে আবারও পুরোদমে টিকা কার্যক্রম শুরু সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের চীনের সিনোফার্ম উদ্ভাবিত বিবিআইবিপি-করভি টিকাদান উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ কথা জানান।

দেশে টিকা কার্যক্রম শুরু হয় ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে। সরকার সিরামের কাছ থেকে ৩ কোটি ৪০ লাখ টিকা কিনতে চুক্তি করে।

প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেয়ার চুক্তি করেও সিরাম এখন পর্যন্ত বাংলাদেশকে দিয়েছে মাত্র ৭০ লাখ টিকা। এর বাইরে উপহার হিসেবে এসেছে আরও ৩৩ লাখ টিকা।

ভারত টিকা রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিলে বাংলাদেশে দ্বিতীয় ডোজের টিকা দেয়ায় দেখা দেয় অনিশ্চয়তা। এরপর চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে টিকা কিনতে যোগাযোগ করে বাংলাদেশ।

পরে চীন বাংলাদেশকে উপহার হিসেবে ৫ লাখ টিকা পাঠায়। যা দিয়ে নির্দিষ্ট কিছু মানুষকে টিকা দেয়া শুরু করেছে সরকার।

মঙ্গলবার চীনের তৈরি সেই টিকার প্রথম ডোজ নিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রী সমতা।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘১৫ লাখ মানুষের দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব জায়গায় চেষ্টা করছে, শিগগিরই সেই টিকা পাওয়া যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা পেতে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করছি। আমাদের আনন্দের সংবাদ হচ্ছে, চীন থেকে আমরা পাঁচ লাখ ডোজ পেয়েছি। এটা মেডিক্যাল শিক্ষার্থীদের দেয়া হবে। চিকিৎসাব্যবস্থার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে এই টিকা দেয়া হবে; এটা আজ থেকে শুরু হলো।’

প্রাথমিকভাবে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মুগদা মেডিক্যাল কলেজ- এই চার মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের চীনের সিনোফার্মের তৈরি টিকা দেয়া হবে।

আগামী ১০ দিনের মধ্যে সারা দেশে সরকারি কলেজে, হাসপাতালে এই টিকা দেয়া শুরু হবে। প্রথম দিনে ২৫৭ জনকে এই টিকা দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে সরকারি ও বেসরকারি সব মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকাটি দেয়া হবে।

দেশে গত ২৯ এপ্রিল জরুরি ব্যবহারে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। ১২ মে বাংলাদেশে এই টিকার ৫ লাখ ডোজ উপহার হিসেবে পাঠায় চীন সরকার। আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠানোর কথা দিয়েছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোফার্মের অধীন বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস উদ্ভাবিত বিবিআইবিপি-করভি নামের দুই ডোজের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস জানিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।

চীন, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে এই টিকা প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ব্যবহারের ফলাফলের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই টিকা ৮৬ শতাংশ কার্যকর।

এ বিভাগের আরো খবর