করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা নির্দেশনা দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
নিজ কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।
তিনি বলেন, সম্প্রতি এই জেলায় করোনার সংক্রমণে ঊর্ধমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহে সংক্রমণের হার পর্যবেক্ষণ করে দেখা যায়, এখানে শনাক্ত রোগী ৫০ শতাংশের বেশি।
পরিস্থিতির অবনতি হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে লকডাউন দেয়া হয়েছে বলে জানান ডিসি।
তিনি জানান, লকডাউনে সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স, জরুরি ও অন্যান্য সেবাদানকারী যানবাহন ছাড়া অন্য কোনো যান চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ ও জেলা থেকে বের হবে না।
কলকারখানা নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে, শ্রমিকদের নিজস্ব ব্যবস্থাপনায় আনা-নেয়া করতে হবে বলেও জানান ডিসি।