বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকার সিনোফার্মের টিকা কিনবে সরাসরি

  •    
  • ১৯ মে, ২০২১ ১৮:০১

অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. সাহিদা আকতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে জরুরিভাবে চীনের সিনোফার্মের টিকা ক্রয়ের জন্য আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে। জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে আমরা এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছি।’

চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী বিবিআইবিপি-করভি টিকা জরুরি বিবেচনায় সরাসরি কেনায় নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. সাহিদা আকতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে জরুরিভাবে চীনের সিনোফার্মের টিকা ক্রয়ের জন্য আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে। জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে আমরা এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছি।’

তবে কী পরিমাণ টিকা সংগ্রহ করা হবে এবং কত টাকা লাগবে এই বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

এর আগে ২৯ এপ্রিল জরুরি ব্যবহারে সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর মধ্যে বাংলাদেশে এই টিকার ৫ লাখ ডোজ উপহার হিসেবে পাঠিয়েছে চীন সরকার।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোফার্মের অধীন বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস উদ্ভাবিত বিবিআইবিপি-করভি নামের দুই ডোজের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস জানিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।

চীন, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে এই টিকা প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে।

তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ব্যবহারের ফলাফলের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই টিকা ৮৬ শতাংশ কার্যকর।

এ বিভাগের আরো খবর