গত বছর বন্ধ থাকলেও এবার বিকল্প ব্যবস্থায় ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের খাওয়ানো শুরু হয়েছে কৃমিনাশক ট্যাবলেট।
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা কমিউনিটি ক্লিনিকে রোববার দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু।অনুষ্ঠানে শিশুদের একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে জাতীয় কৃমিনাশক সপ্তাহ ২০২১-এর উদ্বোধন করা হয়।স্বাস্থ্য বিভাগ জানায়, নীলফামারী জেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী ৬ লাখ ১১ হাজার ৭২ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে ২০ মে পর্যন্ত।সিভিল সার্জন জানান, গত বছর করোনা প্রাদুর্ভাবের কারণে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো বন্ধ থাকলেও এবার কমিউনিটি ক্লিনিকগুলোতে খাওয়ানো হবে।করোনা প্রাদুর্ভাবের আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হতো।