বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে ভারতফেরত ৪ জনের করোনা পজিটিভ 

  •    
  • ১৫ মে, ২০২১ ১৭:৪৬

‘করোনা আক্রান্ত চারজনের কারও শরীরে ভারতীয় ভ্যরিয়েন্ট আছে কিনা আমরা নিশ্চিত হতে পারিনি। এর জন্য আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।’

চট্টগ্রামে ভারতফেরত চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি

নিউজবাংলাকে শনিবার বিকেল পাঁচটার দিকে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

ভেরতফেরত করোনা আক্রান্তরা হলেন খুলশী থানার বাসিন্দা জাহেদা বেগম, পটিয়ার সুলতান আহমেদ, হালিশহরের সাজেদা আক্তার এবং সাতকানিয়ার মিজানুর রহমান। এর মধ্যে মিজানুর সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির নিউজবাংলাকে বলেন, ‘১৫ মে পর্যন্ত ভারতফেরত ৪২ জন এসেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। এর মধ্যে ১৭ জন রোগী ও বাকিরা রোগীর স্বজন। সাধারণত হাসপাতালে আসার পর ভেরতফেরত সবার এন্টিজেন ও পিসিআর টেস্ট করা হয়। তাদের সবার এন্টিজেন টেস্ট নেগেটিভ আসলেও ১৩ মে চারজনের পিসিআর টেস্টে করোনা পজিটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্ত চারজনের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি একজনকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া বাকি ৩৮ জনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

করোনা আক্রান্ত চারজনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে কিনা জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘করোনা আক্রান্ত চারজনের কারও শরীরে ভারতীয় ভ্যরিয়েন্ট আছে কিনা আমরা নিশ্চিত হতে পারিনি। এর জন্য আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।’

এ বিভাগের আরো খবর