ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে। সে হিসাবে দেশটিতে প্রতি ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৫.৮৩ জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ২৬ হাজার ৯৮ জনের দেহে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭ জনে।
ভারতে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৬৬ হাজার ২০৭ জনের।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কর্ণাটকে। রাজ্যটিতে এ সময়ে ভাইরাস শনাক্ত হয় ৪১ হাজার ৭৭৯ জনের দেহে।
মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৯২৩ জন। রাজ্যটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭১৪ জনের।
কর্ণাটকে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। অন্যদিকে উত্তর প্রদেশে ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ৩১১ জনের।
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে প্রায় চার সপ্তাহ ধরে লকডাউন চলছে দিল্লিতে। এর প্রভাব পড়তে পারে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে।
দিল্লিতে শুক্রবার শনাক্ত হয় ৮ হাজার ৫০৬ জন। এর মধ্য দিয়ে রাজধানীতে ১০ এপ্রিলের পর প্রথমবারের মতো শনাক্ত ১০ হাজারের নিচে নামে।
মুম্বাইয়েও আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। মহারাষ্ট্রের রাজধানীতে শুক্রবার বর্তমান আক্রান্তের সংখ্যা কমে ৩৭ হাজার ৬৫৬তে নামে।