দেশে বেসরকারি পর্যায়ে করোনাভাইরাস পরীক্ষার ফি কমিয়েছে সরকার। ক্ষেত্রভেদে এই ফি কমেছে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।
মঙ্গলবার বিকালে জরুরি ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, জনগণের সুবিধার্থে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। সাধারণ জনগণের জন্য বেসরকারি পর্যায়ে আগে করোনার পরীক্ষার ফি ছিল ৩ হাজার ৭০০ টাকা। এখন ৭০০ কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।
নাসিমা সুলতানা বলেন, পর্যায়ক্রমে এই ফি আরও কমানো হবে।
বিদেশগামী যাত্রীদের জন্য বেসরকারি পর্যায়ে আগে করোনা পরীক্ষার মূল্য ছিল ৩ হাজার টাকা। বর্তমানে ৫০০ টাকা কমিয়ে করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফি ৪ হাজার ৭০০ টাকা ছিল। যা বর্তমানে ১০০০ টাকা কমিয়ে ৩ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই মূল্যে বেসরকারি পর্যায়ে এখন থেকে করোনা পরীক্ষার ফি নির্ধারণ করা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত এই মহাপরিচালক। সরকারি পর্যায়ে এই ফি অবশ্য ১০০ টাকাই থাকবে।