বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট আরোহীদের খালি ক্যানিস্টার সঙ্গে নিয়ে ফেরার অনুরোধ জানিয়েছে নেপাল সরকার।
দেশটিতে মেডিক্যাল অক্সিজেনের স্বল্পতার কারণে এ আহ্বান জানানো হয়েছে।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ধাক্কায় সংক্রমণের ঊর্ধ্বগতিতে চাপ বাড়ছে নেপালের হাসপাতালগুলোতে।
হিমালয়ের কোলঘেঁষা ছোট্ট দেশটিতে মেডিক্যাল অক্সিজেনের আশঙ্কাজনক স্বল্পতা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন স্বল্পতায় এভারেস্টে খালি ক্যানিস্টার ফেলে রেখে না আসতে পর্বতারোহীদের সোমবার অনুরোধ করে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন (এনএমএ)।
চলতি বছরের এপ্রিল-মে মাসের মৌসুমের জন্য রেকর্ড সাত শতাধিক পর্বতারোহীকে হিমালয়ের বিভিন্ন চূড়ায় যাওয়ার অনুমতি দিয়েছে নেপাল। এর মধ্যে কেবল এভারেস্টেই যাওয়ার অনুমতি পেয়েছেন ৪০৮ জন।
গত বছর মহামারির কারণে দীর্ঘ লকডাউনের প্রভাবে অর্থনীতি বাঁচাতে এ উদ্যোগ নেয় দেশটির সরকার।
মহামারির দ্বিতীয় ধাক্কায় কাবু ভারতের পর সম্প্রতি ছোঁয়াচে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে শুরু করে প্রতিবেশী নেপালে। এ পরিস্থিতিতে দেশটিতে আগে থেকেই দুর্বল স্বাস্থ্য খাত আরও ভঙ্গুর হয়ে পড়েছে।
এনএমএর জ্যেষ্ঠ কর্মকর্তা কুল বাহাদুর গুরুং জানান, শেরপাদের সঙ্গে পর্বতারোহীরা চলতি মৌসুমে কমপক্ষে সাড়ে তিন হাজার বোতল অক্সিজেন নিয়ে যাচ্ছেন। এসব বোতল খালি হয়ে গেলে সাধারণত বরফের মধ্যেই ফেলে আসেন তারা।
তিনি বলেন, ‘পর্বতারোহী আর শেরপাদের খালি বোতলগুলো এবার ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছি আমরা। এগুলোতে আবার অক্সিজেন ভরে তা গুরুতর অসুস্থ করোনা রোগীদের দেয়া সম্ভব।’
নেপালে রোববার রেকর্ড আট হাজার ৭৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে দেশটিতে দিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল গত ৯ এপ্রিল। ওই দিনের ৯ গুণ বেশি শনাক্ত হয়েছে রোববার।
সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় তিন হাজার ৭২০ জন প্রাণ হারিয়েছেন নেপালে। ভাইরাস শনাক্ত হয়েছে তিন লাখ ৯৪ হাজারের বেশি মানুষের দেহে।
রাজধানী কাঠমান্ডুর অনেক বেসরকারি ও কমিউনিটি হাসপাতাল অক্সিজেন সংকটের কারণে রোগী নেয়া বন্ধের কথা জানিয়েছে। অক্সিজেনের পাশাপাশি সংকট আছে ক্যানিস্টারেরও।
নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সমীর কুমার অধিকারী জানান, সংকটাপন্ন করোনা রোগীদের বাঁচাতে নেপালের তাৎক্ষণিক ২৫ হাজার অক্সিজেন সিলিন্ডার দরকার।
তিনি বলেন, ‘পর্যাপ্ত অক্সিজেন প্ল্যান্ট, কমপ্রেশার, আইসিইউ বেড কিছুই নেই আমাদের।’
চীনের কাছে ২০ হাজার অক্সিজেন সিলিন্ডার চেয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক মন্ত্রী হৃদয়েশ ত্রিপাঠী।
তিনি বলেন, নেপালকে অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পাঠানোর বিষয়ে আশ্বাস দিয়েছে চীন।
বেসরকারি সাহায্য সংস্থা অ্যাকশন এইড নেপাল জানিয়েছে, তিন কোটি জনগোষ্ঠীর ছোট্ট দেশটিতে মোট আইসিইউ বেডের সংখ্যা এক হাজার ৬০০, ভেন্টিলেটর আছে ছয় শরও কম।
প্রতি এক লাখ মানুষের জন্য দেশটিতে চিকিৎসক শূন্য দশমিক সাত জন।