টানা চার দিন পর ভারতে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের। যা চার দিন পর চার লাখের কম।
এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫৪ জনে। আগের দুই দিনই ভারত চার হাজারের বেশি মৃত্যু দেখেছে। এতে দেশটিতে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের মৃত্যু হলো ভাইরাসটিতে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৮৩। রোববার এই হার ছিল ২১ দশমিক ৬৪।
ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ৫৩ হাজার ৮১৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ২২২ জন। যা মোট আক্রান্তের ৮২ দশমিক ৩৮ শতাংশ।
ভারতে এক দিনে নমুনা পরীক্ষা ও টিকাকরণ আগের চেয়ে কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ লাখ ৭৪ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে ৩০ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
১ মে থেকে ভারত ১৮ বছরের বেশি বয়সীদের টিকাকরণ শুরু করে। গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ৩৬ হাজার ৯৪০ জনকে টিকা দিয়েছে দেশটি। আর এ নিয়ে তাদের টিকাদান ১৭ কোটি ছাড়িয়েছে।
ভারতে এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশটিতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। বিভিন্ন রাজ্যে প্রায় প্রতিদিনই অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
দেশটির সবচেয়ে বেশি সংক্রমণ রাজ্য এখন পর্যন্ত মহারাষ্ট্রে। এ ছাড়া দিল্লি, উত্তর প্রদেশ, কর্ণাটক, বিহার, কেরালা, অসম, পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।