মজুত শেষ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি সদরে করোনার টিকা দেয়া বন্ধ রয়েছে। জেলা সদর হাসপাতালের টিকা কেন্দ্র রোববার বন্ধ করে দেয়া হয়।
অন্য উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সেও আছে মাত্র ২৩০ ডোজ টিকা। এগুলোও দুই-এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ শুরু হলে ফের টিকা কার্যক্রম শুরু করা হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, খাগড়াছড়িতে সরবরাহ করা টিকার ৪৮ হাজার ৫০০ ডোজের মজুত প্রায় শেষ। জেলা সদর হাসপাতালের মজুত শনিবারই শেষ হয়ে যায়। বাকি উপজেলাগুলোতে আছে মাত্র ২৩০ ডোজ টিকা, যা সোমবার বা মঙ্গলবারের মধ্যে শেষ হয়ে যাবে।
জেলা আধুনিক সদর হাসপাতালের কেন্দ্রে টিকা নিতে আসা ৬০ বছরের অনিল বিহারী চাকমা জানান, কয়েক দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার জন্য মোবাইলে বার্তা পান তিনি। জেলার বাইরে থাকায় সেই দিন টিকা নিতে পারেননি। রোববার টিকা নিতে গিয়ে দেখেন সাময়িক বন্ধের নোটিশ টাঙানো। এখন কী করবেন বুঝতে পারছেন না।
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরবরাহ আসলে আবারও টিকা দেয়া শুরু হবে।
খাগড়াছড়িতে করোনার টিকা নিতে নিবন্ধন করেছিলেন প্রায় ৩৬ হাজার জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩০ হাজার ২৩২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৭ হাজার ৮১৭ জন।
জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৮৯ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৪৪ জন। মৃতের সংখ্যা ৮। গত ৪৮ ঘণ্টায় জেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে।