বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় ২৪ ঘণ্টায় ৪ হাজার মৃত্যু দেখল ভারত

  •    
  • ৮ মে, ২০২১ ১০:৪৯

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজারে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে চার লাখের বেশি মানুষের দেহে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দৈনিক সর্বোচ্চ শনাক্তের রেকর্ড প্রকাশ করে ভারত। শনিবার প্রকাশিত হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার মানুষের দেহে। এর মধ্য দিয়ে এক সপ্তাহে চারবার শনাক্ত চার লাখ ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৮ হাজারে।

এমন বাস্তবতায় শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ ব্যবস্থা নিলে ভারতে না-ও আসতে পারে করোনার তৃতীয় ধাক্কা।

এদিকে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গত কয়েক দিনে লকডাউন ও কারফিউ জারি করেছে বেশ কিছু রাজ্য। এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে তামিলনাড়ু, কর্ণাটক ও মণিপুর।

কর্ণাটকে ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ু রাজ্য সরকার দুই সপ্তাহের কারফিউ ঘোষণা করেছে। মণিপুরে কারফিউ থাকবে ১৭ মে পর্যন্ত।

ভারতে চলতি বছরের জানুয়ারিতে কমতে থাকে করোনা শনাক্তের সংখ্যা। মার্চের শুরুর দিক পর্যন্ত দেশটিতে দৈনিক শনাক্ত ছিল ২০ হাজারের নিচে। কিন্তু এপ্রিলে প্রায় ৬৬ লাখ মানুষের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়।

এমন পরিস্থিতিতে ভেঙে পড়ার উপক্রম হয় ১৩৩ কোটি মানুষের দেশটির স্বাস্থ্যব্যবস্থা।

সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতে প্রতিনিয়ত বাড়তি রোগীর চাপ সামলাতে হচ্ছে হাসপাতালগুলোকে। দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট।

হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের আদালত ও সুপ্রিম কোর্ট প্রায় প্রতিদিনিই বিভিন্ন আদেশ ও নির্দেশনা দিচ্ছে।

দিল্লিতে দৈনিক ৭০০ টন অক্সিজেন সরবরাহ করতে শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রতি নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এর কয়েক ঘণ্টা পর কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, অক্সিজেনের তীব্র সংকট কমেছে।

এ বিভাগের আরো খবর