বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে যাচ্ছে রাজস্থান

  •    
  • ৭ মে, ২০২১ ০৮:৪৩

এই সময়ে বন্ধ থাকবে গাড়ি চলাচল। জন সমাগম হয় এমন ধরনের কোনো আয়োজন করা যাবে না। আয়োজন করে বিয়েশাদী বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত। তবে আদালতে বা ঘরোয়া পরিবেশে সর্বোচ্চ ১১ জনের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা যাবে।

করোনাভাইরাসের দ্রুত বিস্তার রোধে লকডাউনে যাচ্ছে ভারতের রাজস্থান। ১০ মে থেকে এই লকডাউন কার্যকর করতে যাচ্ছে রাজ্য সরকার। চলবে ২৪ মে পর্যন্ত।

নির্দেশনা অনুযায়ী, এই সময়ে বন্ধ থাকবে গাড়ি চলাচল। জন সমাগম হয় এমন ধরনের কোনো আয়োজন করা যাবে না। আয়োজন করে বিয়েশাদী বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত। তবে আদালতে বা ঘরোয়া পরিবেশে সর্বোচ্চ ১১ জনের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা যাবে।

গ্রাম অঞ্চলেও করোনা ছড়িয়ে পড়ায় সামাজিক সুরক্ষার আওতায় থাকা প্রকল্পগুলোর সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। বন্ধ রাখা হবে ধর্মীয় উপাসনালয়গুলো। লকডাউনের সময়টায় বাড়িতে থেকে ধর্মীয় আচার পালনে অনুরোধ করা হয়েছে।

করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে স্বাস্থ্য বিভাগ আলাদা নির্দেশনা দেবে বলে রাজস্থান রাজ্য সরকার থেকে বলা হয়েছে।

করোনার বিস্তার রোধে একই ধরনের লকডাউন চলছে দিল্লিতে। ভারতের আরও অনেক রাজ্য একই ধরনের লকডাউনের পথে হাঁটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

ভারতে যেসব রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে এর মধ্যে রাজস্থান অন্যতম। বৃহস্পতিবার রাজ্যটিতে ১৭ হাজার ৫৩২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ১৬১ জনের।

রাজ্যের স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, রাজ্যস্থানে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৭ লাখ ২ হাজার ৫৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ১৮২ জনের।

করোনা রোগীদের চিকিৎসায় যাতে অক্সিজেন সংকট না হয় সেজন্য অতিরিক্ত আর্থিক প্যাকেজের ঘোষণা দিয়েছেন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলত।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ থামছে না। প্রায় প্রতিদিনই সংক্রমণের রেকর্ড হচ্ছে। শনাক্ত ছাড়িয়েছে ২ কোটি ১৪ লাখ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার।

এ বিভাগের আরো খবর