বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে করোনা শনাক্ত দুই কোটি ছুঁইছুঁই

  •    
  • ৩ মে, ২০২১ ১২:২৪

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাশবোর্ডে স্থানীয় সময় সোমবার সকাল ৯টার দিকে দেখা যায়, গত বছরের শুরুর দিকে করোনা আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত দেশটিতে শনাক্তের সংখ্যা প্রায় দুই কোটি হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাশবোর্ডে স্থানীয় সময় সোমবার সকাল ৯টার দিকে দেখা যায়, গত বছরের শুরুর দিকে করোনা আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। রোববার পর্যন্ত দেশজুড়ে করোনায় প্রাণ হারিয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভারতে টানা ১২ দিন ধরে তিন লাখের বেশি মানুষের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনিবার দেশটিতে প্রায় চার লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়, যা ছিল দৈনিক সংক্রমণের দিক থেকে বিশ্বে রেকর্ড। পরের দিন রোববার ভারতে করোনায় রেকর্ড ৩ হাজার ৬৮৯ রোগীর মৃত্যু হয়।

করোনার দ্বিতীয় ধাক্কায় ব্যাপক সংক্রমণ ঠেকাতে রোববার নতুন করে কড়া বিধিনিষেধের ঘোষণা দেয় হরিয়ানা, পাঞ্জাব ও ওড়িশা রাজ্যে। বিধিনিষেধের আওতায় হরিয়ানায় এক সপ্তাহ ও ওড়িশায় দুই সপ্তাহ কঠোর লকডাউন থাকবে।

অন্যদিকে পাঞ্জাব সরকার জানায়, বিমান, রেল বা সড়কপথে রাজ্যে প্রবেশ করতে হলে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে। সিনেমা হল, বার ও জিমনেসিয়াম বন্ধ থাকবে। এ ছাড়া রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না; পার্সেল নেয়া যাবে।

করোনা পরিস্থিতি নিয়ে রোববার পর্যালোচনা বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে অংশ নেয়া সূত্রের বরাতে এনডিটিভি জানায়, এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থীদের করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে নিয়োগ করা হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতের কমপক্ষে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল করোনার বিস্তার ঠেকাতে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। তবে মোদি সরকার দেশজুড়ে জাতীয় লকডাউন দিতে নারাজ। এতে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ও মহামারিবিদ ভ্রমর মুখোপাধ্যায় বলেন, ‘আমার মতে, দেশের সব জনগণকে ঘরে থাকার নির্দেশ ও চিকিৎসার ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়েই কেবল চলমান স্বাস্থ্যসেবার বিধ্বস্ত অবস্থা মোকাবিলা করা সম্ভব।’

এ বিভাগের আরো খবর