ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের। দেশটিতে দৈনিক মৃত্যুর এ সংখ্যাটিই সর্বোচ্চ।
তবে শুক্রবারের চেয়ে শনিবার করোনা শনাক্তের সংখ্যা কমেছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯২ হাজার মানুষের দেহে। এর মধ্য দিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, টানা চতুর্থ দিনের মতো ভারতে দৈনিক তিন হাজারের বেশি মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে ভারাক্রান্ত হয়ে গেছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট।
ভারতে প্রায় তিন সপ্তাহ আগে দৈনিক শনাক্ত এক লাখ ছাড়িয়ে যায়। এরপর থেকে দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে শনাক্ত। শনিবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় দৈনিক শনাক্ত প্রথমবারের মতো চার লাখ ছাড়ায়।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার সকালে করোনা মোকাবিলায় নেয়া ব্যবস্থাগুলো পর্যালোচনায় বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে গত মাসে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেছিলেন, দ্বিতীয় ধাক্কা ঝড়ের মতো আঘাত হেনেছে ভারতে।
ভারতে এপ্রিলে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬ লাখ মানুষের দেহে। এর আগে মার্চে শনাক্ত হয়েছিল ১০ লাখ ২৫ হাজার।
এর আগে ফেব্রুয়ারিতে ভাইরাসটি শনাক্ত হয়েছিল সাড়ে তিন লাখ মানুষের দেহে। জানুয়ারিতে শনাক্তের সংখ্যা ছিল ৪ লাখ ৭৯ হাজার।