বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধূমপানে কমে টিকার ক্ষমতা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ মে, ২০২১ ১৯:৩৪

পুষ্টিবিদ ড. ভিশাখা লিখেছেন, করোনা ভাইরাসের প্রথম টিকা নেয়ার পর ধূমপান করা উচিত নয়। কারণ, এতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ধূমপায়ীরা চাইলে নিকোটিন প্যাচ লাগাতে পারেন অথবা চুইংগাম খেতে পারেন। কিন্তু কোনোভাবেই ধূমপান করা উচিত নয়।

ধূমপানের কারণে করোনা টিকার ক্ষমতা কমতে পারে বলে দাবি করেছেন ভারতের এক চিকিৎসক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে টিকা নেয়ার আগে-পরে কী কী বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন সেটি নিয়ে একটি পোস্টও করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

টিকা নেয়ার পর ধূমপান করতে পারবেন কি না সেটি নিয়ে অনেক ধূমপায়ীরই কৌতূহল রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ধূমপায়ীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ কারণে তাদের দ্রুত টিকা নেয়া প্রয়োজন। শুধু তাই নয়, ধূমপানের কারণে ফুসফুসের কাজ করার ক্ষমতা কমতে পারে। এর ফলে শ্বাসতন্ত্রের অন্য রোগও হতে পারে।

ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন ভারতীয় পুষ্টিবিদ ড. ভিশাখা। তিনি লিখেছেন, করোনা ভাইরাসের প্রথম টিকা নেয়ার পর ধূমপান করা উচিত নয়। কারণ, এতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ধূমপায়ীরা চাইলে নিকোটিন প্যাচ লাগাতে পারেন অথবা চুইংগাম খেতে পারেন। কিন্তু কোনোভাবেই ধূমপান করা উচিত নয়।

নিজের ইনস্টাপোস্টে তিনি আরও লিখেছেন, করোনা টিকা নেয়ার আগে রাতে অন্তত ছয় ঘণ্টা করে ঘুমানো প্রয়োজন। স্ট্রেস কমাতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামও করা যেতে পারে।

ভিশাখার মতে, মদ্যপানেও রোগপ্রতিরোধ ক্ষমতা কমতে পারে। কেউ টিকা নিতে চাইলে অবশ্যই এর তিন দিন আগে থেকে মদ্যপান বন্ধ করা উচিত।

এ বিভাগের আরো খবর