টিকার দ্বিতীয় ডোজ নিয়েও সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর সংগঠন প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি মবিন খান।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চারদিন ধরে তারা দু্ইজনই রাজধানীর উত্তরার জাপান ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার বিপিএমসিএ'র নির্বাহী পরিচালক মতিউর রহমান বিষয়টি নিউজবাংলাক নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মবিন খান তার স্ত্রী শারমিন মেহেজাবিনসহ ৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ নেন।
এরপরই মবিন ও তার স্ত্রীর মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। করোনা পরীক্ষা করালে ফলাফল পজেটিভ আসে।
শারীরিক অবস্থার অবনতি হলে ২৮ এপ্রিল মবিন ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, মবিন করোনার সঙ্গে ডেঙ্গুতেও আক্রান্ত।
বর্তমানে তাদের অবস্থা উন্নতির দিকে।