বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডোজের স্বল্পতার মধ্যে ভারতে শুরু প্রাপ্তবয়স্ক সবার টিকাদান

  •    
  • ১ মে, ২০২১ ০৯:৫৯

দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান, ঝাড়খণ্ড ও পাঞ্জাব রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে টিকার যথেষ্ট মজুত নেই।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ভারতে টিকাস্বল্পতার মধ্যেই ১৮ বছরের বেশি বয়সী সবার জন্য টিকাদান শুরু করেছে সরকার।

কার্যক্রম শনিবার থেকে শুরু করলেও বেশির ভাগ রাজ্য বলছে, তারা সবার জন্য টিকা কর্মসূচি চালিয়ে নিতে পারবে না। কারণ, তাদের কাছে পর্যাপ্ত টিকা মজুত নেই।

এনডিটিভির খবরে বলা হয়, কেন্দ্রীয় সরকার শুক্রবার জানিয়েছে, তাদের কাছে এক কোটি ডোজ টিকা এখনও মজুত আছে। তবে রাজ্যগুলো বলেছে, তাদের কাছে যে পরিমাণ টিকা আছে, তা দিয়ে তৃতীয় ধাপের টিকাদান কর্মসূচি চালিয়ে নেয়া সম্ভব হবে না।

দেশটির দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান, ঝাড়খণ্ড ও পাঞ্জাব রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে টিকার যথেষ্ট মজুত নেই।

ভারতের স্বাস্থ্য খাতে দুর্যোগ পরিস্থিতি বিরাজ করছে। কেননা, দেশটিতে সরকারি হিসাবে এখন দৈনিক করোনা সংক্রমণ ধরা পড়ছে প্রায় চার লাখের মতো। আর দৈনিক মৃত্যু এরই মধ্যে তিন হাজার ছাড়িয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৩৩ কোটি মানুষের দেশটি এরই মধ্যে ১৫ কোটি মানুষকে টিকা দিতে পেরেছে। সংখ্যার দিক থেকে এটিই বিশ্বে সর্বোচ্চ।

ভারতে মূলত দুটি কোম্পানির তৈরি টিকা দেয়া হচ্ছে। এই দুই টিকার একটি অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে অ্যাস্ট্রেজেনেকার তৈরি কোভিশিল্ড ও আরেকটি নিজেদের ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।

জানুয়ারি থেকেই সবার জন্য টিকা কর্মসূচি শুরু করতে চেয়েছিল ভারত। কিন্তু পর্যাপ্ত টিকা মজুত না থাকায় সেটি করতে ব্যর্থ হয় সরকার। এরপর দেশটি ঘোষণা দেয়, তৃতীয় পর্যায়ে পয়লা মে থেকেই কর্মসূচি বাস্তবায়ন করবে।

ভারতের জনসংখ্যার একটা বড় অংশই ১৮ থেকে ৪৫ বছর বয়সী। টিকাস্বল্পতার মধ্যেই বিভিন্ন রাজ্যে ১ কোটি ৩০ লাখ লোক তৃতীয় ধাপে টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে অনেক রাজ্য শনিবার থেকে সেই টিকা কর্মসূচি শুরু করতে পারছে না।

নিবন্ধন করলেও ডোজ-সংকটে টিকা দিতে পারছে না দিল্লি। কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, টিকা নিতে কেউ যেন লাইনে না দাঁড়ায়। কারণ, দিল্লি এখনও তৃতীয় ধাপে প্রয়োগের জন্য কোনো টিকা পায়নি।

কেজরিওয়াল বলেন, ‘যখনই টিকা এসে পৌঁছাবে আমরা আপনাদের জানাব; তখন আপনারা আসবেন। আপাতত কিছুদিন টিকাকেন্দ্রে ভিড় করবেন না।

‘টিকা নিতে দেশজুড়ে অনেকেই নিবন্ধন করেছেন। কিন্তু আমরা এখনও টিকা পাইনি। আমরা সব সময় কোম্পানির সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, এক-দুই দিনের মধ্যেই টিকা পেয়ে যাব।’

ক্ষমতাসীন বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশ তাদের কাছে টিকার কোনো ডোজ নেই বলে জানিয়েছে। সে জন্য ১৮ বছরের বেশি বয়সীদের জন্য টিকা কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

রাজ্যটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘এ জন্য আমরা ১ মে (শনিবার) থেকে কার্যক্রমটি শুরু করতে পারছি না।’

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রাজ্য মহারাষ্ট্র বলছে, তৃতীয় ধাপের টিকা কর্মসূচি শুরু করার মতো পর্যাপ্ত টিকা তাদের কাছে নেই। তাদের কাছে ‘খুব অল্প’ ডোজ টিকা আছে।

মহামারি শুরুর পর থেকে ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা গেছে দুই লাখের বেশি মানুষ, যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ।

এ বিভাগের আরো খবর