বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ এপ্রিল, ২০২১ ০৯:৪৯

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, ভারতকে উপহার দেয়া চিকিৎসাসামগ্রীগুলোর মধ্যে রয়েছে এক হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন৯৫ মাস্ক ও ১০ লাখ র‌্যাপিড টেস্ট কিট।

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় সহায়তা করতে ভারতে ১০ কোটি ডলারের বেশি মূল্যের চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের বুধবারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকে এসব সরঞ্জাম ভারতে আসা শুরু হবে, যা আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, ভারতকে উপহার দেয়া চিকিৎসাসামগ্রীগুলোর মধ্যে রয়েছে এক হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন৯৫ মাস্ক ও ১০ লাখ র‌্যাপিড টেস্ট কিট।

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২ কোটির বেশি ডোজ তৈরির অর্ডারও ভারতকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সহায়তা পাঠানোর কারণ ব্যাখ্যা করে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, ‘মহামারির শুরুতে আমাদের হাসপাতালগুলো যখন চাপে ছিল তখন ভারত যেমন সহায়তা করেছে, ভারতের দরকারের সময় ‍যুক্তরাষ্ট্রও তেমন সহায়তায় দৃঢ়প্রতিজ্ঞ।’

ভারতে গত কিছুদিন ধরে ভয়াবহ হয়েছে করোনা পরিস্থিতি। দেশটিতে বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়, ভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।

করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে ভারতের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের তীব্র সংকট চলছে। এমন বাস্তবতায় সহায়তায় এগিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি ও রাষ্ট্র।

এ বিভাগের আরো খবর