বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকার আবেদন: প্রতি মিনিটে হিট ২৭ লাখ

  •    
  • ২৮ এপ্রিল, ২০২১ ১৯:৫৫

কেন্দ্রীয় সরকারের মুখপাত্র অরোগ্য সেতু বলেন, সরকারী ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়েছে বুধবার দুপুর তিনটায়। এর সঙ্গে সঙ্গে আবেদন করতে ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়ে মানুষ।

ভারতে টিকার রেজিস্ট্রেশন সাইটে প্রতি মিনিটে হিট পড়েছে ২৭ লাখের বেশি। পূর্ণবয়স্ক সবাই জন্যে আজ থেকে সরকারীভাবে টিকা পেতে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

কেন্দ্রীয় সরকারের মুখপাত্র অরোগ্য সেতু বলেন, সরকারী ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়েছে বুধবার দুপুর তিনটায়। এর সঙ্গে সঙ্গে আবেদন করতে ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়ে মানুষ।

অনেকে অভিযোগ করেন অতিরিক্ত চাপ হওয়ায় সাইটটিতে ঢোকা যাচ্ছে না।

দেশব্যাপী তৃতীয় ধাপে টিকাদান কর্মসূচী শুরু হবে ১ মে থেকে। ১৮ বছরের ঊর্ধ্বে সবার জন্যে বিনামূল্যে টিকা দেয়া হবে এ পর্যায়ে।

সমস্যা সমাধান দিতে কর্তৃপক্ষ জানিয়েছে, অতি দ্রুত ওয়েবসাইটের গতি বাড়ানোর জন্যে আরও কিছু্ ‘অ্যাপয়েন্টমেন্ট স্লট’ খোলা হবে। এ জন্যে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়।

কেন্দ্রীয় সরকারের মুখপাত্র আরও বলেন, ‘কোউইন অ্যাপসের ওয়েবসাইটটি আজ বিকেল চারটায় অতিরিক্ত চাপের কারণে বিকল হয়ে পড়ে। পরবর্তীতে আমরা সেই সমস্যার সমাধান করি।’

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দেশটিতে গত ২৪-ঘণ্টায় মারা গেছে তিন হাজার ২৯৩ জন। এ সময় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৬০ হাজার মানুষের শরীরে।

দেশটিতে প্রথম পর্যায়ে টিকা দেয়ার কর্মসূচী শুরু হয় জানুয়ারি মাসে। এসময় করোনা প্রতিরোধে সম্মুখসারিতে লড়াইতে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পায়। দ্বিতীয় পর্যায়ে টিকা দেয়া হয় ৪৫ বছরের ঊর্ধ্বে এমন সব নাগরিকদের।

সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নামের টিকা দেশটিতে প্রয়োগ করা হচ্ছে। রাশিয়ার স্পুটনিক টিকাও অতিদ্রুত দেশটিতে এসে পৌঁছাবে বলে জানানো হয়।

মৃত্যু ২ লাখ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে তিন হাজার ২৯৩ জনের। এর মধ্য দিয়ে প্রায় ১৪০ কোটি মানুষের দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৮৭ জনে।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর চতুর্থ দেশ হিসেবে করোনায় দুই লক্ষাধিক মৃত্যু দেখল ভারত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড তিন লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এর মধ্য দিয়ে মোট শনাক্ত দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে।

অঞ্চলগুলোর মধ্যে ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সর্বোচ্চ ৮৯৫ জনের মৃত্যু হয়। দিল্লিতে মৃত্যু হয় ৩৮১ জনের।

এ বিভাগের আরো খবর