জনগণকে বাঁচাতে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই করোনা প্রতিরোধী টিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে বনানী কবরস্থানে শহিদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রধানমন্ত্রী ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের টিকা বিষয়ে তিনি এ কথা বলেন।
করোনা প্রতিরোধী কয়েকটি টিকা থাকলেও বাংলাদেশে চলছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা। এই টিকার তিন কোটি ডোজ কিনলেও ৫০ লাখ ও ২০ লাখ ডোজের দুই চালানের পর বাকি ডোজগুলো পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সংকট বুঝতে পেরে প্রথম ডোজের টিকা প্রয়োগ স্থগিতের ঘোষণা দিয়েছে সরকার। টিকার বিকল্প উৎসেরও সন্ধান চলছে। এর অংশ হিসেবে রাশিয়ার স্পুতনিক ভি ও চীনের সিনোভ্যাক টিকা পেতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার।
করোনা প্রতিরোধী টিকা সংকট সামাল দিতে চীনের নেতৃত্বাধীন ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফর কোভিড ফর সাউথ এশিয়া’ তে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এতে চীন, বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে কারও সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই, জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই পারা যায় ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।’
টিকা ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দোষারোপের রাজনীতি পরিহার করে দলমতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলের অভিন্ন শত্রু করোনাকে মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
শেখ জামালের জন্মদিনে দেশকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে মুক্তি দিতে শপথ নেয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি শেখ জামাল তারই অনন্যদৃষ্টান্ত। জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্র্যাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে।
‘যেই দলই করুক হত্যার রাজনীতি কারও কাম্য নয়। যারা ১৯৭৫-এর নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিলেন। তারাও কিন্তু রেহাই পায়নি, হত্যা হত্যাকেই ডেকে আনে। বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনিদল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না।’
ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে।’
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কীভাবে সরিয়ে দেয়া যায়, সে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি থেকে সরে আসাতে হবে।’