বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের করোনা পরিস্থিতিতে ডব্লিউএইচওর উদ্বেগ

  •    
  • ২৭ এপ্রিল, ২০২১ ০৯:৪৯

ডব্লিউএইচওর মহাপরিচালক টেডরোস আধানম বলেন, ‘ভারতের পরিস্থিতি হৃদয়বিদারকেরও অতীত। দেশটিকে সহায়তায় চিকিৎসা সরঞ্জাম দেয়াসহ যা যা করা দরকার, ডব্লিউএইচও তার সবই করবে।’

ভারতে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আধানম গেব্রিয়েসুস।

সংকটের এ সময় দেশটির পাশে ডব্লিউএইচও দাঁড়াবে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের টেডরোস এসব কথা বলেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

গেব্রিয়েসুস বলেন, ‘ভারতের পরিস্থিতি হৃদয়বিদারকেরও অতীত। দেশটিকে সহায়তায় চিকিৎসা সরঞ্জাম দেয়াসহ যা যা করা দরকার, ডব্লিউএইচও তার সবই করবে।’

তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসায় ভারতে হাজার হাজার অক্সিজেন কনসেনট্রেটর, ভ্রাম্যমাণ ফিল্ড হাসপাতাল ও ল্যাবরেটরির কাজে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, পোলিও, যক্ষ্মাসহ ডব্লিউএইচওর অন্য কর্মসূচিগুলোতে নিয়োজিত ২ হাজার ৬০০ জনেরও বেশি বিশেষজ্ঞকে ভারতে পাঠানো হয়েছে। তারা মহামারি মোকাবিলায় ভারতের স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তা করবেন।

১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত এখন করোনা মহামারির কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।

সম্প্রতি করোনায় সংক্রমণ ও মৃত্যুতে বিশ্ব রেকর্ড করেছে ভারত। দেশজুড়ে হাসপাতালগুলোতে শয্যা ও মেডিক্যাল অক্সিজেন সরবরাহে তীব্র সংকট দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, প্রতিবেশী দেশ পাকিস্তানসহ অন্যান্য দেশ এরই মধ্যে ভারতের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পাঠানো হচ্ছে ভেন্টিলেটর, টিকা তৈরির কাঁচামালসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী।

বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে গেব্রিয়েসুস বলেন, করোনা মহামারি শুরুর প্রথম পাঁচ মাসে যত মানুষ এতে আক্রান্ত হয়েছে, গত এক সপ্তাহেই প্রায় একইসংখ্যক মানুষ ভাইরাসটির কবলে পড়েছে।

করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এতদিন এরপরই ব্রাজিলের অবস্থান থাকলেও তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনার সংক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ায় দেশটির অবস্থান হয় দ্বিতীয়।

ভারতে সোমবার রেকর্ড ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ওই দিন মৃত্যু হয় ২ হাজার ৮১২ জনের। মহামারি শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচওর করোনা সংক্রান্ত টেকনিক্যাল দলের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে করোনায় শনাক্তের সংখ্যায় এমন বৃদ্ধি আসলেই বিস্ময়কর।’

ভারতই শুধু সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহ দৃশ্য দেখছে না উল্লেখ করে তিনি বলেন, ‘বেশ কয়েকটি দেশেও ব্যাপক মাত্রায় সংক্রমণ বেড়েছে। সতর্ক না হলে অন্যান্য দেশও একই পরিস্থিতির মুখে পড়তে পারে। আমরা ভঙ্গুর এক পরিস্থিতিতে দাঁড়িয়ে।’

এ বিভাগের আরো খবর