ভারতের দিল্লিতে ১৮ বছরের বেশি বয়সীদের বিনা মূল্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হবে।
কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার এ ঘোষণা দিয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতে আগামী শনিবার থেকে প্রাপ্তবয়স্ক সবার টিকাদান শুরু হবে।
কেজরিওয়াল বলেন, ‘১৮ বছরের বেশি বয়সী প্রত্যেককে বিনা মূল্যে টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। আজ আমরা ১ কোটি ৩৪ লাখ (ডোজ) টিকা কেনার বিষয়টি অনুমোদন দিয়েছি।
‘এটি (টিকা) দ্রুত কেনার পাশাপাশি লোকজনকে তাড়াতাড়ি প্রয়োগের চেষ্টা করছি আমরা।’
কেজরিওয়াল সবার জন্য বিনা মূল্যের টিকার কথা বললেও দিল্লির সরকারি হাসপাতালগুলোতে এ সুবিধা পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলোতে টিকা নেয়ায় খরচ করতে হবে রুপি।
এর আগে গত সোমবার ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, ১৮ বছরের বেশি বয়সী সবাই ১ মে থেকে টিকা নিতে পারবে।
ওই দিন শুরু হবে তৃতীয় পর্যায়ের টিকাদান।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, তৃতীয় পর্যায়ে টিকার দাম, কেনা, নেয়ার যোগ্যতা ও টিকাদান প্রক্রিয়া নমনীয় করা হবে।
কেন্দ্র আরও জানায়, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো চাইলে আলাদা করে উৎপাদকদের কাছ থেকে টিকা কিনতে পারবে।
ভারতে দ্বিতীয় পর্যায় পর্যন্ত টিকা দেয়া হয়েছে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির লোকজন ও ৪৫ বছরের বেশি বয়সীদের।