বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার ভারত ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞ

  •    
  • ২৪ এপ্রিল, ২০২১ ২২:২৯

‘ভারতের এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে। আমাদের দৃষ্টি রাখতে হবে, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ না করে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।’

লকডাউনের দ্বিতীয় সপ্তাহে করোনার সংক্রমণ কিছুটা কমে আসার প্রমাণ পাওয়া গেলেও প্রতিবেশী ভারতের পরিস্থিতি ভাবিয়ে তুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদকে।

সেখানে নিত্যদিন সংক্রমণের বিশ্বরেকর্ড হচ্ছে। হাজার হাজার মানুষের মৃত্যু, অক্সিজেনের অভাবে কাতরাতে থাকার দৃশ্য ছুঁয়ে গেছে বাংলাদেশকেও। আর তিন দিক থেকে ঘিরে রাখা দেশটি থেকে বাংলাদেশেও করোনার ভারতের ভ্যারিয়েন্ট ছড়ায় কি না, এই প্রশ্ন উঠা অমূলক নয় মোটেও।

বাংলাদেশে দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ছড়িয়েছে যুক্তরাজ্য আর সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। গত বছরের তুলনায় এই ভ্যারিয়েন্ট দুটি বেশি সংক্রমণ ঘটানোর পাশাপাশি রোগীদেরকে সহজে সুস্থ হতে দিচ্ছে না বলে জানিয়ে আসছেন করোনা চিকিৎসায় জড়িত চিকিৎসকরা। পাশাপাশি রোগীর অক্সিজেনের অভাব হচ্ছে দ্রুত, আইসিইউ সাপোর্টও লাগছে, যার স্বল্পতা আছে দেশে।

ভারতের করোনার চিকিৎসায় অক্সিজেন স্বল্পতায় বিপুল সংখ্যক রোগী মারা গেছে। বাংলাদেশেও অক্সিজেনের ঘাটতি রয়েছে

এর মধ্যে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ভারতের সঙ্গে যাতায়াত নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেনাকাটা বা ঘুরতে যাওয়া আটকানোর পরামর্শও দিয়েছে তারা।

বঙ্গবন্ধু মেডিক্যালের উপাচার্যও এমনটাই মনে করেন। শনিবার তিনি হাসপাতালের ‘সি’ ব্লকের দশম তলায় ১০ শয্যার নতুন আইসিইউ ইউনিট উদ্বোধন করে করোনার ভারত ভ্যারিয়েন্ট নিয়ে আশঙ্কার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘যদি ভারতের ডাবল ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ না করে সেজন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্বের অধিকাংশ দেশে সাউথ আফ্রিকান ও ইউকে ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। তবে প্রতিবেশী দেশ ভারতে নতুন ভ্যারিয়েন্টে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

‘ভারতের এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে। আমাদের দৃষ্টি রাখতে হবে, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ না করে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।’

করোনার ভারত ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করা বিএসএমএমইউ উপাচার্য দেশটির সঙ্গে যোগাযোগ সীমিত করার পরামর্শ দিয়েছেন

ভারতে করোনাভাইরাসের নতুন একাধিক ধরন শনাক্ত হয়েছে। এমনকি ‘দুইবার রূপ পরিবর্তন করা’ ধরনও পাওয়া গেছে।

দেশটির স্বাস্থ্য বিভাগ এই ভ্যারিয়েন্ট সামলাতে হিমশিম খাচ্ছে। টানা তিন দিন সেখানে তিন লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার শনাক্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছুঁই ছুঁই হয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে দুই হাজার ৬২৪ জন রোগী।

দেশটির হাসপাতালে রোগী উপচে পড়ছে। অনেক হাসপাতালে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে যাওয়ার খবর আসছে।

বাংলাদেশেও অক্সিজেন স্বল্পতার বিষয়টি উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। আর টান পড়ায় বেড়ে গেছে দামও। এই অবস্থায় ভারত নিয়ে বাড়তি সতর্কতার দাবি উঠে এসেছে বিএনপির পক্ষে থেকেও।

নতুন আইসিইউ উদ্বোধনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি উপ-উপাচার্য (প্রশাসন) রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) জুলফিকার আহমেদ আমিন, অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া এবং আইসিইউ বিভাগের চেয়ারম্যান এ কে এম আখতারুজ্জামানও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর