বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোন মাস্ক পরবেন?

  • নাসরিন আকতার পপি    
  • ২৩ এপ্রিল, ২০২১ ১৮:৩১

মুখ থেকে যে ড্রপলেটস বের হয় তা দ্রুত শুষে নেয়ার জন্য মাস্কের যে অংশটি ভেতরের দিকে থাকে তা সুতির কাপড়ের হলে ভালো হয়। ফিল্টার হিসেবে কাজ করবে মাঝের অংশ যা পলিপ্রোলাইন দিয়ে তৈরি হয়। আর সবচেয়ে উপরের স্তরটি তৈরি হবে পলিয়েস্টারের মতো উপকরণ দিয়ে যা মুখ এর ভেতরের সংক্রমণকে বাইরে ও বাইরের সংক্রমণকে ভেতরে আসতে দেবে না।

করোনায় বিশ্ব দিশেহারা। এর মধ্যে কিছুটা হলেও ভরসার পণ্যে পরিণত হয়েছে মাস্ক।

তবে ঠিক কোন ধরনের মাস্ক বেশি কার্যকর তা নিয়েও দ্বিধা আছে। কেউ বলছেন কাপড়ের মাস্ক ভালো, আবার কেউ আস্থা রাখছেন সার্জিক্যাল মাস্কে।

সম্প্রতি কাপড়ের মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হাত ধোয়ার বিকল্প নাই- এটা প্রথম থেকেই বলে আসছে ডব্লিওএইচও। মাস্ক পরা ও খুলে রাখার পর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলা বা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করার পরামর্শও দিয়েছে।

মাস্ক ভালোভাবে দেখে শুনে পরতে হবে যাতে ছিদ্র বা ফুটা না থাকে। মাস্ক পরার পর দুই গালের পাশে ফাঁকা রাখা চলবে না। মাস্ক পরার পর নাক মুখ থুতনি সম্পুর্ণ ঢেকে থাকতে হবে।

গরম প্রধান দেশগুলোতে অতিরিক্ত গরমে মানুষজন মাস্ক একটু ঢিলেঢালা করার চেষ্টা করে এবং বার বার মাস্কে হাত দেয়। বলছে, বার বার মাস্ক না ছোঁয়াই ভালো। আর যদি একান্তই মাস্ক ঠিক করা লাগে তাহলে মাথার পেছন থেকে অথবা কানের সাইড থেকে ধরে খুলতে অথবা পরতে হবে এবং সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে।

সার্জিক্যাল মাস্ক একবার পরেই তা ফেলে দিতে হবে। আর কাপড়ের মাস্ক ভালো করে ধুয়ে আবার পরা যাবে।

কাপড়ের তিন স্তরের মাস্ক এর উপর জোর দিয়েছে ডব্লিওএইচও। সংক্রমণ প্রতিরোধক্ষমতা মূলত মাস্কের কাপড়ের মানের উপর নির্ভর করে।

মুখ থেকে যে ড্রপলেটস বের হয় তা দ্রুত শুষে নেয়ার জন্য মাস্কের যে অংশটি ভেতরের দিকে থাকে তা সুতির কাপড়ের হলে ভালো হয়। ফিল্টার হিসেবে কাজ করবে মাঝের অংশ যা পলিপ্রোলাইন দিয়ে তৈরি হয়। আর সবচেয়ে উপরের স্তরটি তৈরি হবে পলিয়েস্টারের মতো উপকরণ দিয়ে যা মুখের ভেতরের জীবাণু বাইরে ও বাইরের জীবাণু ভেতরে আসতে দেবে না।

এ বিভাগের আরো খবর