করোনা শনাক্তে টানা দ্বিতীয় দিন বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষের দেহে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও ২ হাজার ২৬৩ জন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার প্রথমবারের মতো ৩ লাখের বেশি করোনা শনাক্ত দেখে ভারত, ৩ লাখ ১৬ হাজার। এদিন আক্রান্তদের মধ্যে মৃত্যু হয় ২ হাজার ১০৪ জনের।
বাংলাদেশের মতো ভারতেও করোনার দ্বিতীয় ঢেউ চলছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। হাসপাতালগুলোতে করোনা রোগীতে ভরপুর। ফাঁকা নেই আইসিইউ বেড।
এর মধ্যে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে অনেক রোগীর মৃত্যু হচ্ছে। শুক্রবার সকালে দিল্লির গঙ্গা রাম নামে একটি হাসপাতাল জানায়, অক্সিজেন সংকটে তাদের ২৫ রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুঝুঁকিতে আছে আরও ৬০ জন।
করোনা মহামারির ভয়াবহতার কারণে বিধানসভার নির্বাচনি প্রচারণায় যোগ দিতে শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে আসার কথা থাকলেও তা বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। গত এক দিনে সেখানে আরও ৬৭ হাজার ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে রাজ্যটিতে মোট করোনা রোগী দাঁড়িয়েছে ৪০ লাখ ৯৪ হাজার। এ ছাড়া করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে কেরালা, কর্ণাটক, তামিলনাডু ও অন্ধ্র প্রদেশে।
আর রাজধানী দিল্লিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৬ জন করোনা রোগীর। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে আরও ২৬ হাজারের বেশি মানুষের শরীরে।
করোনা সংক্রমণ বাড়ার কারণে ভারতের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে অনেক দেশ। সবশেষ সংযুক্ত আরব আমিরাত ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। আগামী ৩০ দিন ভারত থেকে কোনো যাত্রী পরিবহন বারণ করেছে কানাডা।
সব মিলিয়ে ভারতে মোট করোনা শনাক্ত দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জনে। এর মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪ লাখের বেশি। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২০ জনে।