বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অক্সিজেন-সংকট: দিল্লিতে ২৫ রোগীর মৃত্যু, শঙ্কায় ৬০

  •    
  • ২৩ এপ্রিল, ২০২১ ০৯:৪৭

শুক্রবার সকালে দিল্লির গঙ্গা রাম হাসপাতাল এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় গুরুতর অসুস্থ ২৫ জন রোগী মারা গেছেন। দুই ঘণ্টা পর অক্সিজেন ফুরিয়ে যাবে। ভ্যান্টিলেটর ও বাইপ্যাপগুলো কার্যকরভাবে কাজ করছে না। সম্ভবত, বড় সংকট সৃষ্টি হচ্ছে। আরও ৬০ জন গুরুতর অসুস্থ রোগীর জীবন হুমকিতে আছে, দ্রুত উদ্যোগ নেয়া দরকার।

ভারতের দিল্লিতে গঙ্গা রাম নামে একটি হাসপাতাল মারাত্মক অক্সিজেন-সংকটে পড়েছে। এরই মধ্যে হাসপাতালটিতে গুরুতর অসুস্থ ২৫ রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে হাসপাতালটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, তাদের হাতে যে পরিমাণ অক্সিজেন মজুত আছে, তাতে সর্বোচ্চ দুই ঘণ্টা পরিস্থিতি সামাল দেয়া যাবে।

বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় গুরুতর অসুস্থ ২৫ জন রোগী মারা গেছেন। দুই ঘণ্টা পর অক্সিজেন ফুরিয়ে যাবে। ভ্যান্টিলেটর ও বাইপ্যাপগুলো কার্যকরভাবে কাজ করছে না। সম্ভবত, বড় সংকট সৃষ্টি হচ্ছে। আরও ৬০ জন গুরুতর অসুস্থ রোগীর জীবন হুমকিতে আছে, দ্রুত উদ্যোগ নেয়া দরকার।’

বিবিসি লিখেছে, দিল্লির ছয়টি হাসপাতালে অক্সিজেন এরই মধ্যে পুরোপুরি ফুরিয়ে গেছে। চিকিৎসকেরা বলছেন, অন্যান্য হাসপাতালে যে পরিমাণ অক্সিজেন আছে, কয়েক ঘণ্টার মধ্যেই তা ফুরিয়ে যাবে।

অক্সিজেনের অপেক্ষায় এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। প্রতিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যাগুলোতে ৯৯ শতাংশের বেশি রোগী ভর্তি আছে। এদের বেশির ভাগই কোরানা রোগী।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে ভারত। বৃহস্পতিবার দেশটিতে করোনা শনাক্তে বিশ্ব রেকর্ড হয়েছে। এদিন তিন লাখের বেশি শনাক্ত দেখেছে ভারত, মৃত্যু হয়েছে দুই হাজারের বেশি মানুষের।

সৌরভ ভরদ্বাজ নামে ভারতের এক রাজনীতিক দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন। অক্সিজেনের জন্য সাহায্য চেয়ে হিন্দি ভাষায় একটি টুইট করেছেন তিনি।

টুইটে লিখেছেন, ‘অনেক মানুষ অক্সিজেনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অক্সিজেন ছাড়া মানুষগুলো পানিহীন মাছের মতোই মারা পড়বে। এখন সময় একসঙ্গে কাজ করার।’

ভারতের বিবিসি প্রতিনিধি যোগিতা লিমায়ে জানান, ভারতের সবচেয়ে ভালো স্বাস্থ্য অবকাঠামো হলো দিল্লির। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা এখন ভেঙে পড়েছে।

এ বিভাগের আরো খবর