উদ্বোধনের পর থেকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে সারা দেশ থেকে আসছে রোগী। হাসপাতালটিতে চার দিনে ১৫৭ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে আছেন ৯০ জন। এরই মধ্যে সেখানে ১৩ রোগীর মৃত্যু হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন।তিনি বলেন, ‘বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ৭ জন রোগী মারা গেছেন। হাসপাতালটি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত মোট ১৩ জন মারা গেছেন। যারা মারা যাচ্ছেন তাদের বেশির ভাগের বয়স ৬০ বছরের বেশি। এ ছাড়া এই হাসপাতালে এখন পর্যন্ত ৩০০ করোনা রোগী চিকিৎসা নিয়েছেন।
‘যারা এই হাসপাতালে এখন পর্যন্ত মারা যাওয়া অধিকাংশই বয়োবৃদ্ধ। যাদের বয়স ৬৫ থেকে ৭৫ বছর। আর গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩ জন ঢাকার ও ৪ জন ঢাকার বাইরের রোগী।’
নাসির উদ্দিন বলেন, ‘হাসপাতালটি চালু হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছেন। তবে আমরা বাইরের জেলা থেকে আসা রোগীদেরই অগ্রাধিকার দিচ্ছি। যারা ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ট্রান্সফার হয়ে আসছেন, তাদের নিরুৎসাহিত করছি।’
তিনি বলেন, ‘এ হাসপাতালে রাজধানীসহ সারা দেশ থেকে আসা করোনা রোগীদের কাউকে এখন পর্যন্ত আমরা ফেরত পাঠাইনি। তবে এভাবে সব রোগী এখানে আসতে শুরু করলে সেবা দিতে হিমশিম খেতে হবে।’
হাসপাতালটি জনবল সংকট রয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘এক হাজার শয্যার হাসপাতালে ২৫০টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে। পর্যাপ্ত জনবল না পাওয়ায় চিকিৎসাসেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। এ মাসের মধ্যেই এক হাজার শয্যা চালু করতে চাই। জনবল না পেলে সেটা সম্ভব হবে না।’