বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিলে কী করা যাবে, কী করা যাবে না

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ১৯:০১

টিকাগ্রহীতাদের করণীয় বিষয়ে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞের মতামতও নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল। 

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার পর অনেকে মনে করেন, বিধিনিষেধের দিন শেষ। আর মাস্ক পরতে হবে না, বন্ধুদের সঙ্গে মেতে ওঠা যাবে আড্ডায়, শারীরিক দূরত্ব মানার কোনো প্রয়োজন নেই।

তবে বিশেষজ্ঞরা বলছেন, হিসাবটি এত সহজ নয়। একের পর এক আসছে করোনার নতুন ধরন। এ ছাড়া অনেকে এখনও টিকা নেননি। ফলে বিপদ শেষ হয়নি।

এ অবস্থায় টিকাগ্রহীতাদের করণীয় বিষয়ে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞের মতামতও নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল।

টিকাগ্রহীতারা কতটা ‘স্বাধীন’

সিডিসির নির্দেশনা ও বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত টিকার দ্বিতীয় ডোজ নেয়া ব্যক্তিরা ঘরোয়া পরিবেশে পরস্পরের বিশেষ কোনো সুরক্ষা ছাড়াই পরস্পরের কাছাকাছি যেতে পারবেন। এমনকি টিকা গ্রহণকারী ব্যক্তিরা মাস্ক ছাড়াই টিকা নেননি তবে শারীরিকভাবে সুস্থ মানুষের কাছে যেতে পারবেন।

তবে ঘরের বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইউনির্ভাসিটি অফ ক্যালিফোর্নিয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ও সংক্রামক রোগবিষয়ক চিকিৎসক ডা. মনিকা গান্ধী বলেন, ‘করোনার টিকা নেয়া ব্যক্তিরা নৈশভোজের আয়োজন করতে পারেন, সেসবে অংশও নিতে পারেন। তারা রেস্তোরাঁ, সিনেমা হলে যেতে পারেন। তবে হার্ড ইমিউনিটিতে না পৌঁছানো পর্যন্ত টিকাগ্রহীতাদের এসব ক্ষেত্রে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব মেনে চলা জরুরি।

একই ঘরের কোনো ব্যক্তি টিকা না নিলে কী হবে

সিডিসির নির্দেশনায় বলা হয়েছে, টিকা না নেয়া ব্যক্তি একই ঘরের বাসিন্দা হলে তার সঙ্গে টিকা গ্রহণকারী ব্যক্তি মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন।

তবে রচেস্টারের মায়ো ভ্যাক্সিন রিসার্চ গ্রুপের পরিচালক গ্রেগরি পোলান্ড বলেন, এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ টিকা না নেয়া ব্যক্তি তাদের চিকিৎসা সংক্রান্ত ঝুঁকির বিষয় গোপন করতে পারেন।

টিকাগ্রহীতারা কি অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে

ডা. গান্ধী বলেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, উপসর্গহীন সংক্রমণ ৮০ শতাংশেরও বেশি কমাতে পারে করোনার টিকা। তবে অন্য বিশেষজ্ঞদের ভাষ্য, এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এ ছাড়া করোনার নতুন ধরন টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

টিকার নেয়ার পর কোন কাজে অগ্রাধিকার

ডা. ওয়েন বলেন, ‘টিকা নেয়ার পর এতদিন স্থগিত স্বাস্থ্যবিষয়ক চেকআপ শুরু করা উচিত। সার্জারির দরকার হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে করে ফেলা যাবে। কারণ টিকা নেয়ার পর আপনি সুরক্ষিত।’

ভ্রমণ কি কতটা নিরাপদ

ভ্রমণের বিষয়ে সিডিসি তাদের নির্দেশনা হালনাগাদ করেনি। তবে এ বিষয়ে ডা. ওয়েন বলেন, ‘একবার টিকা নেয়া হলে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি কম। তবে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে যেসব অঞ্চলে সংক্রমণের হার বেশি বা যেসব ব্যক্তি টিকা নেননি, সেসব ক্ষেত্রে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা উচিত।’

বয়স্করা কি বাইরে বের হতে পারবেন

ডা. ওয়েন বলেন, টিকা নেয়া স্বাস্থ্যবান দাদা-দাদী যদি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলেন, তাহলে ঝুঁকি কম। মাস্ক পরলে তাদের করোনায় আক্রান্ত হওয়া বা তাদের মাধ্যমে পরিবারের বাকি সদস্যদের করোনা হওয়ার ঝুঁকি খুব কম।

তবে ডা. পোলান্ড বলেন, পরিবারে টিকা না নেয়া বেশি বয়সী কিশোর ও জরাগ্রস্ত বয়স্ক দাদা-দাদী থাকলে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত।

টিকা নেয়ার পর কোন কাজ কম বা বেশি ঝুঁকিপূর্ণ

ডা. সাক্স বলেন, ভিড় নেই এমন স্থানে (যেমন জাদুঘরে) মাস্ক ও শারীরিক দূরত্ব মেনে চললে টিকা নেয়া ব্যক্তিরা ভালো বোধ করতে পারেন। ঘরের বাইরে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা থাকে। সে হিসেবে এটি ঘরের চেয়ে নিরাপদ।

তিনি বলেন, ইনডোর ডাইনিং, বার, জিম ও প্রার্থনাস্থলে করোনার ঝুঁকি বেশি। কারণ এসব জায়গায় লোকজন গান গায়, কথা বলে।

এ বিভাগের আরো খবর