বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে দিল্লি

  •    
  • ১৯ এপ্রিল, ২০২১ ১৫:৩০

করোনার বিস্তার রোধে লকডাউনের সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘ভাঙনের মুখে দিল্লির স্বাস্থ্যব্যবস্থা। এটি ধসে পড়েছে, তা বলব না। তবে করোনা পরিস্থিতি বেশ আশঙ্কাজনক।’

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ভারতের রাজধানী দিল্লিতে সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার ভোর পর্যন্ত লকডাউন আরোপ করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার টেলিভিশনে দেয়া ভাষণে এ ঘোষণা দেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার ভারতের রাজধানী শহরটিতে ২৫ হাজার ৫০০ জনের দেহে করোনা শনাক্ত হয়, যা ভারতজুড়ে ছিল সর্বোচ্চ। ওই দিন প্রায় এক-তৃতীয়াংশ করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

করোনার বিস্তার রোধে লকডাউনের সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘ভাঙনের মুখে দিল্লির স্বাস্থ্যব্যবস্থা। এটি ধসে পড়েছে, তা বলব না। তবে করোনা পরিস্থিতি বেশ আশঙ্কাজনক।’

তিনি বলেন, ‘আমি বরাবরই লকডাউনবিরোধী। লকডাউন ভাইরাসটির সংক্রমণে ইতি টানবে, তা মনে করি না। তবে এটি সংক্রমণের হার কমাতে সহায়তা করবে। লকডাউন আমাদের অবকাঠামো উন্নয়নে সময় দেবে। সপ্তাহব্যাপী লকডাউনের সময় আমরা আমাদের স্বাস্থ্যব্যবস্থাও উন্নত করতে পারব।’

দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজধানীর হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন সরবরাহ ও রেমডিসিভিরের মতো গুরুত্বপূর্ণ ওষুধের তীব্র সংকট চলছে। এ মুহূর্তে লকডাউন না দিলে, ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে দিল্লি।’

ছয় দিনব্যাপী লকডাউন চলাকালে দিল্লির সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া চলাচলও ওই সময় সীমিত থাকবে।

এ বিভাগের আরো খবর