বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে শিল্প প্রতিষ্ঠানের অক্সিজেন হাসপাতালে

  •    
  • ১৯ এপ্রিল, ২০২১ ১১:১৫

ব্যাপক হারে ও দ্রুততার সঙ্গে রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিতে আগামী কয়েক দিনের মধ্যে ‘অক্সিজেন এক্সপ্রেস’ চালু করতে যাচ্ছে ভারতের রেলওয়ে বিভাগ।

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় রেকর্ডসংখ্যক সংক্রমণের মধ্যে হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ রোগীদের পর্যাপ্ত অক্সিজেন দিতে পারছে না ভারতের বিভিন্ন হাসপাতাল।

এ সংকট নিরসনে শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেন সরবরাহ বন্ধ করে হাসপাতালগুলোতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এনডিটিভির সোমবারের প্রতিবেদনে বলা হয়, সারা দেশে করোনার চিকিৎসা দেয়া হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিতে এ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

করোনার সংক্রমণে বিপর্যস্ত ভারত। বিশেষ করে মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গুজরাট, দিল্লি, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

ওইসব রাজ্যে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর পাশাপাশি বাড়ছে অক্সিজেনের চাহিদা। রোগীদের পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে হিমশিম খাচ্ছে বিভিন্ন রাজ্য সরকার।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার বলেন, করোনায় আক্রান্ত রোগীরা অক্সিজেনের চরম ঘাটতিতে পড়েছেন।

কেন্দ্রশাসিত অঞ্চলটির জন্য বরাদ্দকৃত অক্সিজেন সরিয়ে অন্য রাজ্যগুলোতে দেয়া হচ্ছে বলেও ওই সময় অভিযোগ করেন তিনি।

মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অক্সিজেন স্বল্পতার কথা ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। এমন বাস্তবতায় শিল্প প্রতিষ্ঠানের অক্সিজেন এখন থেকে ওইসব রাজ্যের হাসপাতালে সরবরাহ করা হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নয় ধরনের শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেন সরবরাহ বন্ধ করা হবে না।

এগুলো হলো অ্যাম্পুলস অ্যান্ড ভায়ালস, ফার্মাসিউটিক্যাল, পেট্রোলিয়াম রিফাইনারিজ, স্টিল প্ল্যান্টস, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অক্সিজেন সিলিন্ডার প্রস্তুতকারক প্রতিষ্ঠান, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টস, ফুড অ্যান্ড ওয়াটার পিউরিফিকেশন ও প্রসেস ইন্ডাস্ট্রিজ।

এদিকে ব্যাপক হারে ও দ্রুততার সঙ্গে রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিতে আগামী কয়েক দিনের মধ্যে ‘অক্সিজেন এক্সপ্রেস’ চালু করতে যাচ্ছে ভারতের রেলওয়ে বিভাগ। এর মাধ্যমে তরল অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডার দেশজুড়ে রেলপথে পরিবহন করা হবে।

অক্সিজেন পরিবহন করতে যাওয়া ট্রেনগুলোর দ্রুত চলাচলের জন্য গ্রিন করিডোর নির্মাণ করা হচ্ছে।

ভারতে রোববার সকাল পর্যন্ত ২ লাখ ৬১ হাজার ৫০০ জনের দেহে করোনা শনাক্ত হয়। ওই দিন করোনায় আাক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ হাজার ৫০১ জনের।

এ বিভাগের আরো খবর