হাসপাতালের বেডে জায়গা নেই। সেই সঙ্গে আছে ওষুধ ও স্যালাইন-সংকট। কিন্তু রোগী আসা থামছে না। তাই হাসপাতাল ভবনের সামনে শামিয়ানা টাঙিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা।
এ চিত্র বরিশাল জেনারেল হাসপাতালের।
এখানে ডায়রিয়া ওয়ার্ডে নারী ও পুরুষ রোগীদের জন্য বেড আছে মাত্র চারটি। প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে গড়ে ৬০ থেকে ৭০ জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ মাসে ডায়রিয়া রোগীর সংখ্যা ছিল পাঁচ শতাধিক। এপ্রিলের শুরু থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রায় আট শ রোগী ভর্তি হয়েছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়েরিয়া ওয়ার্ডের ভেতরে, বারান্দায়, ওয়ার্ডের সামনে এমনকি মাঠে শামিয়ানার নিচে শুয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
সাইফুল ইসলাম নামে একজন নিউজবাংলাকে জানান, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন থেকে স্ত্রী সানজানা বেগমকে এখানে ভর্তি করিয়েছেন। প্রথমে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হয়েছে। এখন হাসপাতালের সামনে শামিয়ানার নিচে স্ত্রীর চিকিৎসা চলছে।
আরেক রোগীর স্বজন বোরহান উদ্দিন জানান, ওষুধ বা স্যালাইন কিছুই পাওয়া যাচ্ছে না ঠিকমতো। এমনিতেই ওয়ার্ডের বাইরে চিকিৎসা নিতে খুব কষ্ট হচ্ছে। স্বজনদের সুস্থ করতে এসে গরমে নিজেরাও অসুস্থ হয়ে পড়ছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘সিজনের কারণে মূলত এই সমস্যা হচ্ছে। তা ছাড়া মানুষের অসচেতনতাও ডায়রিয়া হওয়ার কারণ। আমরা সাধ্যমতো চিকিৎসা দেয়ার চেষ্টা করছি।’