করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকা পেতে নিবন্ধন করেছেন ৭০ লাখের বেশি মানুষ। এর মধ্যে টিকা নিয়েছেন ৬০ লাখের অধিক মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ২৩ হাজার ৬৫৭ জন মানুষ। এ সময় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৯১ জন।
এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৬০ লাখ ১০ হাজার ৮২৪ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ২৭ হাজার ১০৭ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৭১৭ জন।
তাদের মধ্যে ৯৪৮ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছে ৭০ লাখ ৩৯ হাজার ৬৭৩ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো রোববার দুপুরের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে, যা এক দিনে সর্বোচ্চ। এই সময়ে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে আরও ৫ হাজার ৮১৯ জনের শরীরে।
এতে বলা হয়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় ২৪৮টি ল্যাবে ২৯ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৮১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.৬৯ শতাংশ।
গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।