করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজ টিকা নেয়ার পর যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তারা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রের সমন্বয়কারী খোরশেদ আলম বৃহস্পতিবার কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেন, কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর প্রাকৃতিক সুরক্ষা বা ন্যাচারাল ইমিউনিটি কতটা বা কত দিন থাকে তা নিয়ে সংশয় আছে। তাই আগে কারও কোভিড হয়ে থাকলেও তাকে টিকা নিতে হবে।
তিনি বলেন, তবে করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নিতে পারবেন তিনি।
খোরশেদ আলম বলেন, মন্ত্রীসহ অনেক বিশিষ্ট নাগরিক টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন। এ ক্ষেত্রে করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার ২৮ দিন অপেক্ষা করতে হবে।
এরপর প্রথম ডোজ যে কেন্দ্রে নেয়া হয়েছে, সেই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিতে হবে। যদি কারো এসএমএস না আসে তাও সমস্যা হবে না বলেও জানান তিনি।
সম্প্রতি কোভিড হয়ে থাকলে অন্যদের সুযোগ দিতে আক্রান্ত ব্যক্তিদের কিছুদিন পর টিকা দেয়ার অনুরোধ জানান তিনি।
সংকট থাকলেও দেশে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।