বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোলায় ২৪ ঘণ্টায় ৩৮ জনের করোনা শনাক্ত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ এপ্রিল, ২০২১ ০০:১২

জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের। আরও অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে করোনার উপসর্গ ছিল।

ভোলায় আরও ৩৮ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৮৩ জনের নমুনা পরীক্ষা করে এদের পজিটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, দৌলতখানে এক জন, বোরহানউদ্দিনে দুই জন, লালমোহনে আট জন ও চরফ্যাশনে এক জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে।

রোগটিতে জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের। আরও অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে করোনার উপসর্গ ছিল।

মঙ্গলবার ভোলার সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক হাজার সাত জন।

এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৭৬৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬১৯ জন, দৌলতখানে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন।

বোরহানউদ্দিনে আক্রান্ত ১৩০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১১৩ জন, তজুমদ্দিনে আক্রান্ত ৫২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জন।

লালমোহনে আক্রান্ত ১০৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭১ জনের মধ্যে সুস্থ ৬৬ জন এবং মনপুরায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন।

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

জেলায় এ পর্যন্ত ১০ হাজার ৭২৮ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর