বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ১৪:৪৫

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, দেশে ৮ এপ্রিল থেকে দেয়া হবে করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু হলেও চলমান থাকবে প্রথম ডোজের টিকা প্রদান।

দেশে যাদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৮ এপ্রিল থেকে তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয় বলে সংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘৬ এপ্রিল শেষ হচ্ছে প্রথম ডোজের টিকা প্রয়োগ। আর ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ।’

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করে দিয়েছেন ৮ তারিখ থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু হবে।’

টিকার পর্যাপ্ত মজুত আছে কি না, জানতে চাইলে সচিব বলেন, ‘আছে, সেটা আমাকে জানানো হয়েছে।’ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।

৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হলেও প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মানিকগঞ্জ সার্কিট হাউসে সোমবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টিকা দেয়া হচ্ছে এবং হবে। আমরা হয়তো যেভাবে শুরু করছিলাম সেভাবে দেব না। তবে প্রথম ডোজ দেয়া বন্ধ হবে না। ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।’

দেশে টিকার কোনো সংকট হবে না জানিয়ে ডিজি বলেন, ‘এ বিষয়ে আমাদের কথা হয়েছে। বেক্সিমকো বলেছে সময়মতো আমাদের টিকা দিতে পারবে।’

লকডাউনের সময় বাড়বে কি না, এমন প্রশ্নে ডিজি বলেন, ‘আগামীতে লকডাউন বাড়ানো হবে কি না, তা এই মুহূর্তে বলা সম্ভব না। অবস্থা দেখে ব্যবস্থা নেয়া হবে।’

স্বাস্থ্যের ডিজি আরও বলেন, ‘লকডাউনের ফল পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। আইনগুলো মানতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে এই আইনগুলো না মানি, তাহলে জোর করে মানানো যাবে না। জীবন রক্ষার জন্য এটা করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর