ভারতে করোনা পরিস্থিতি দিন দিন নাজুক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫৫৮ জনে। ভারতে এক দিনে এত লোক এর আগে আক্রান্ত হয়নি।
গত বছর ১৭ সেপ্টেম্বর ভারতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল ৯৭ হাজার ৮৯৪। এরপর থেকে তা কমতে শুরু করে। একপর্যায় তা নেমে আসে ১০ হাজারের নিচে।
এর কিছু দিনের মধ্যেই দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। এর ধারাবাহিকতায় দৈনিক সংক্রমণ এই পর্যায়ে পৌঁছেছে।
ভারতে দৈনিক সংক্রমণের সিংহভাগ ৯ থেকে ১০টি রাজ্যে। এর মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তর প্রদেশের অবস্থা সবচেয়ে নাজুক।
সবচেয়ে বেহাল মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৭৪ জন। করোনা মহামারি শুরুর পর থেকে কোনো দেশের একটি রাজ্যে এক দিনে সংক্রমণের হিসেবে যা সর্বোচ্চ।
রাজ্যটির মুম্বাই নগরীর অবস্থাও খারাপ। ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরীতে নতুন আক্রান্ত ১১ হাজার ১৬৩ জন। করোনা মহামারির মধ্যে দেশের কোনো একটি শহরে এক দিনে সংক্রমণের হিসাবে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ।
ওয়ার্ল্ডো মিটারের হিসাবে করোনা আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ কোটি ২৫ লাখের বেশি মানুষ। মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ১৩২ জন।