বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব: নতুন স্বাস্থ্য সচিব

  •    
  • ৪ এপ্রিল, ২০২১ ২০:০৪

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়ে লোকমান হোসেন মিয়া বলেন সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সব দায়িত্ব পালন করব। এক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা চাই। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান তিনি।

করোনাভাইরাস মহামারি মধ্যে যে নতুন দায়িত্ব এসেছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করলেন নতুন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন দায়িত্বের কথা উল্লেখ্য করে রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর নিউজবাংলার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এমন আশার কথা শোনালেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করবেন। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে থাকা লোকমান হোসেন মিয়া এবার স্বাস্থ্যসচিবের দায়িত্ব পালন করবেন।

সদ্য বিদায়ী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনা আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন। এই সময় হঠাৎ করেই বদলি করা হয়েছে তাকে। তিনি এ নিয়ে দ্বিতীয়বার কোভিড-১৯-এ আক্রান্ত হলেন। গত বছর জুনে তিনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হন। সেই বছর ১৩ জুন করোনা আক্রান্ত হয়ে তার স্ত্রী কামরুন নাহারের মৃত্যু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়ে লোকমান হোসেন মিয়া বলেন, ‘নতুন দায়িত্বের বিষয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পেরেছি। এখনও দায়িত্ব গ্রহণ করিনি। সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করব। এক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা চাই।’

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান তিনি।

লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি গত ২৪ অক্টোবর ২০১৯ তারিখ থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৬৩ সালে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জন্ম নেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন তিনি। চাকরি জীবনে মাঠ পর্যায়ের সেক্টর ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরসহ ৩০টির বেশি পদে দায়িত্ব পালন করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দুই বছরের বেশি দায়িত্ব পালন করেন। বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ১০টি বিশেষ উদ্যোগের প্রকল্পে কাজ করেন তিনি।

এর আগে তিনি খুলনায় বিভাগীয় কমিশনার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অ্যাডমিন) ও ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরো খবর