সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার রেজিস্ট্রার জেনারেল আলী আকবর নিজেই নিউজবাংলাকে তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২২ মার্চ থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। এখন কিছুটা ভালো।
আলী আকবর আরও বলেন, ‘জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সে কারণে গত ২১ মার্চ করোনা পরীক্ষার জন্য নমুনা দিই। অন্যান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হই। পরদিন রিপোর্ট আসে করোনা পজিটিভ। এরপর থেকে হাসপাতালেই ভর্তি রয়েছি।’
২০১৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান কুমিল্লা জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করে আসা মো. আলী আকবর। এরপর থেকে তিনি রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ মারা গেছেন। গত শনিবার রাজধানী বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।