বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনসমুদ্রেও স্বাস্থ্যবিধি দেখছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

  •    
  • ২ এপ্রিল, ২০২১ ২২:১৭

করোনাকালে শুক্রবার এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় নিয়ে তীব্র সমালোচনার মুখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, স্বাস্থ্যবিধি মেনেই নেয়া হয়েছে পরীক্ষা। আর পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে।

করোনাকালে জমায়েতে বিধি নিষেধ দেয়ার মধ্যেই মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে জনসমুদ্র তৈরি হওয়ায় ব্যাপক সমালোচনার মধ্যেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি হাস্যরস তৈরি করেছে।

শুক্রবার বিকালে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনেই সব পরীক্ষা নেয়া হয়েছে।

অথচ সকাল ঢাকাসহ দেশের সব পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ে সমালোচনা তুঙ্গে।

এই পরীক্ষাটি এমন সময় নেয়া হয়েছে, যখন করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ২৪ ঘণ্টায় শনাক্তের রেকর্ড হয়েছে। আর সরকার জনসমাগম সীমিত করতে জারি করেছে ১৮ দফা নির্দেশনা।

করোনাকালে পরীক্ষা না নিতে পরীক্ষার্থীদের দাবি ছিল। পরীক্ষা ঠেকাতে উচ্চ আদালতেও করা হয়েছিল আবেদন। তবে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত হলেও এই পরীক্ষা নিতে অটল ছিল স্বাস্থ্য শিক্ষা বিভাগ।

বলা হয়েছিল, কঠোর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে। নির্দেশনা ছিল, দূরত্ব বজায় রেখে এক বেঞ্চে দুইজন বসানোর। তবে প্রতি বেঞ্চে তিন থেকে চারজন বসিয়ে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি

বিকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও এমবিবিএস ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক একেএম আহসান হাবিব সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ ২ এপ্রিল ২০২১ তারিখে সারা দেশে ৫৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা হয়। প্রত্যেক পরীক্ষার্থীসহ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের মাস্ক পরা বাধ্যতামূলক ছিল।’

এ বছর ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, কেন্দ্রের ভেতরে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের ও কেন্দ্রর বাইরে অপেক্ষামাণ অভিভাবকদের স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে।

তবে পরীক্ষা কেন্দ্র ঘুরে কোথাও স্বাস্থ্যবিধি মানতে বা মানাতে দেখা যায়নি। বেশিরভাগ শিক্ষার্থী এবং অভিভাবকের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের কোন চিহ্ন ছিল না। পরীক্ষা শুরুর আগে ও পরে কেন্দ্রেগুলোতে ভিড় ছিল প্রচণ্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা স্বাস্থ্যবিধি মেনে যারা পরীক্ষা নিতে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

দিনভর পরীক্ষার কেন্দ্রে ব্যাপক ভিড় থাকার পরেও এই ধরনের সরকারি বিজ্ঞপ্তি দেয়ার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. একেএম আহসান হাবিবকে ফোনে করে পাওয়া যায়নি।

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সঙ্গে ভিড় করেন অভিভাবকরাও। ছবি: পিয়াস বিশ্বাস

এর আগে সকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে যেন ভর্তিপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।’

সংক্রমিতদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি কেউ আশঙ্কা করে থাকেন যে তার মাঝে করোনা উপসর্গ আছে অথবা কারও মাঝে সংক্রমণ থাকে, তবে আমরা তাদের আলাদাভাবে বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা নেব।’

এ জন্য প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইসোলেশন কক্ষের ব্যবস্থা রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘তাপমাত্রা পরিমাপ করে সবাইকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। আশা করছি সফলভাবে পরীক্ষা সম্পন্ন হবে। সবাই যার যার প্রস্তুতি নিয়ে এতে অংশগ্রহণ করতে পারবেন।’

এ বিভাগের আরো খবর